scorecardresearch
 
Advertisement
ভাইরাল

MP: প্রবল বৃষ্টিতে জল জমা রাস্তায় ঘুরছে আস্ত কুমির! Video ভাইরাল

রাস্তায় ঘুরছে কুমির
  • 1/7

বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। ৪ জেলায় জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। তরমধ্যেও শিবপুরীর (Shivpuri) অবস্থা সবচেয়ে খারাপ। এর মাঝেই এমন এক ছবি প্রকাশ্যে এল যা রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠে

রাস্তায় ঘুরছে কুমির
  • 2/7

জানা যাচ্ছে, শিবপুরীর মাংস বাজারে ওই কুমিরট (Crocodile) জলে ভেসে চলে আসে। কুমিরটি বাজারের বেসমেন্টে প্রবেশ করে। কুমিরটিকে দেখতে পেয়ে স্থানীয়রা সেটির লেজ ধরে টেনে বের করে এনে বেঁধে ফেলে।  
 

রাস্তায় ঘুরছে কুমির
  • 3/7

পরে আবার সেটিকে কাঁধে নিয়ে মিছিলও বের করলেন মানুষ। যদিও শিবপুরীতে প্রায়শই কুমীর দেখা যায়। কুমির দেখতে পেলেই ধরে রাখেন স্থানীয় মানুষজন। পরে মাধব জাতীয় উদ্যানের কর্মীরা গিয়ে তা উদ্ধার করে নদীতে ছেড়ে দেন। 
 

Advertisement
রাস্তায় ঘুরছে কুমির
  • 4/7

এবারও তেমনটাই হয়। কুমিরটিকে ধরে বেঁধে ফেলেন স্থানীয়রা। তারপর সেটিকে নিয়ে শুরু হয় ছবি তোলা। 

 

প্রতীকী ছবি
  • 5/7

প্রসঙ্গত, শিবপুরীই হল সবচেয়ে বন্যা কবলিত জেলা। পরিস্থিতি এতটাই খারপ হয়ে যায় যে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করতে হয় মানুষকে। তবে আবহাওয়ার অবনতির জন্য এখন সেটাও করা যাচ্ছে না। (প্রতীকী ছবি)

প্রতীকী ছবি
  • 6/7

এক্ষেত্রে জলের মধ্যে উদ্ধার কাজে নামে সেনা এনডিআরএফ ও এসডিআরএফ। 

প্রতীকী ছবি
  • 7/7

শিবপুরীতে ৪৮ ঘণ্টায় ৮০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।  

Advertisement