সমুদ্র ভ্রমণে গিয়ে ডলফিন মাছকে জলে খেলতে দেখেছেন। কিন্তু আপনি কি কখনও গোলাপি রঙের ডলফিন দেখেছেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিরল প্রজাতির গোলাপি ডলফিন।
সোলো প্যারা কিউরিওস নামে এক টুইটার ব্যবহারকারী এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। নেটিজেনরা অবাক হয়ে দেখছেন গোলাপী ডলফিন। এক এক নেটিজেন 'বিস্ময়কর' এবং অবিশ্বাস্য বলে অভিহিত করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জিজ্ঞাসা করেছিলেন, "এটা কি জেনেটিক মিউটেশন নাকি কোন ধরনের শৈবাল যা ডলফিন মাছকে গোলাপি দেখায়?"
Delfines rosa (pink) pic.twitter.com/lcdEu7sgx9
— Solo para curiosos (@solocuriosos_) August 17, 2021
গোলাপি ডলফিনের প্রজাতিগুলিকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার দ্বারা "সংবেদনশীল" প্রজাতি হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
আরও একজন তার উত্তরে লেখেন, আমাজন নদীতে গোলাপি ডলফিন রয়েছে।
ভারতেও গঙ্গা নদীতে ডলফিন মাছ পাওয়া যায়। বিহারের ভাগলপুরে গঙ্গায় প্রচুর সংখ্যায় ডলফিন রয়েছে। পর্যটকরা সেখানে ডলফিন দেখতে ভিড় জমান। সেখানে ডলফিনকে নিরাপদ রাখতে রাজ্য সরকার অনেক নিয়মও বেধে দিয়েছে।