ক্যাব চালক যাত্রীদের মাস্ক পরতে বলেছিলেন। আর তার জেরে ৩ মহিলা যাত্রীদের কাছে হয়রানির শিকার হলেন তিনি। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সান ফ্রান্সিসকোতে এই ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে. ওই ৩ মহিলা প্রথম ক্যাবটি বুক করেন। তারপরে ড্রাইভার দেখেন তাদের মুখে মাস্ক নেই। সেই মতো ড্রাইভার তাদের মাস্ক পরতে বলেন। অভিযোগ, এর পরেই ওই মহিলা ও তার সঙ্গে থাকা বাকি দুজন রেগে যান। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা ড্রাইভারের মুখের কাছে এসে কাশি করছেন ইচ্ছাকৃত ভাবে।
সেই সময়ে ওই মহিলা ড্রাইভারের মুখের মাস্কও টেনে ছিঁড়ে দেন। তার পরেই নিজের এক বান্ধবীকে করোনা পজিটিভ বলে দাবি করে ড্রাইভারকে নানারকম ভাবে নির্যাতন করতে থাকে। গোটা ঘটনাটি রেকর্ড হয় সামনে ক্যামেরায়।
এবিসি ৭-এর এক রিপোর্টার ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। অভিযোগ, ড্রাইভারের ফোনটিও ছিনতাই করে নিতে চেয়েছিল ওই মহিলারা। পরে ঝামেলার পরে তারা ক্যাবটি থেকে নেমে যান।
সান ফ্রান্সিসকো পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে। অতি দ্রুত ওই মহিলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্যাব সংস্থা উবর জানিয়েছে,বিষয়টি গুরুত্ব দিয়ে তারা বিবেচনা করে দেখছে