scorecardresearch
 

HS Agitation : লাঠি দিয়ে ছাত্রী তাড়াচ্ছে পুলিশ! রেজাল্ট বিক্ষোভের বেনজির চিত্র

বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে ছুটে পালাচ্ছে ছাত্রীরা। পিছনে লাঠি হাতে পুলিশ। মালদার নালাগোলা রাজ্য সড়কে শনিবার এমনটাই ছবি ধরা পড়ল। উচ্চ মাধ্যমিকে বেশিরভাগ ছাত্রী ফেল করেছে। তাই পাশের দাবি এদিন সকাল ১১টায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন বুলবুলচন্ডী আর এন রাই গার্লস স্কুলের ছাত্রীরা।

Advertisement
অসুস্থ এক ছাত্রী। অসুস্থ এক ছাত্রী।
হাইলাইটস
  • লাঠি দিয়ে ছাত্রী তাড়াচ্ছে পুলিশ
  • রেজাল্ট বিক্ষোভের বেনজির চিত্র
  • মালদার ঘটনা

বৃষ্টির মধ্যে রাস্তা দিয়ে ছুটে পালাচ্ছে ছাত্রীরা। পিছনে লাঠি হাতে পুলিশ। মালদার নালাগোলা রাজ্য সড়কে শনিবার এমনটাই ছবি ধরা পড়ল। উচ্চ মাধ্যমিকে বেশিরভাগ ছাত্রী ফেল করেছে। তাই পাশের দাবি এদিন সকাল ১১টায় মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন বুলবুলচন্ডী আর এন রাই গার্লস স্কুলের ছাত্রীরা। সেই সময়ে চলছিল প্রবল বৃষ্টি। তার মধ্যে চলে অবরোধ। ফলে এলাকায় সাময়িক যানজট সৃষ্টি হয়। অবরোধ হঠাতে এলে প্রথমে ছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। তারপরেই লাঠি হাতে তাদের তাড়া করে পুলিশ। এর মাঝেই এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে সে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, করোনার জেরে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। নয়া মূল্যায়ন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়। তাতে দেখা যায় বেশ কিছু পড়ুয়া উত্তীর্ণ হতে পারেননি। এর পরেই রাজ্যের বিভিন্ন জেলায় ফেল করা ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। অনেকে আবার নম্বর গড়মিলের অভিযোগও করেছেন। রেজাল্ট না নিতে চেয়ে শনিবার দুর্গাপুরের এভিবি হাই স্কুলের সামনে বিক্ষোভ দেখায় স্কুলের ছাত্র ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের অভিযোগ এ বছর, ওই স্কুলের ১১০ জন উচ্চ মাধ্যমিক এর ছাত্র-ছাত্রী ছিল। ৩২ জন ছাত্র-ছাত্রী বাদে বাকি সকলকে পাশ করানো হয়েছে। তাঁদের দাবি, পরীক্ষা না হওয়ার জন্য যে ছাত্রছাত্রীরা পাশ করতে পারেনি, তাদের ভবিষ্যৎ এখন অন্ধকারে। ছাত্র-ছাত্রীদের সাথে সকাল থেকেই স্কুলের সামনে বিক্ষোভ দেখান স্কুলের অভিভাবকরা। 

উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রাম চৌমাথায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মধ্যমগ্রামের একাধিক স্কুলের উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি, অবিলম্বে তাদের পাশ করাতে হবে। মধ্যমগ্রাম গার্লস, মধ্যমগ্রাম বয়েজ, মধ্যমগ্রাম বিপিনবিহারী স্কুলের ছাত্র-ছাত্রীরা মূলত এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করে। যদিও ফল প্রকাশের সময়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছিল নম্বর নিয়ে কোনও অভিযোগ থাকলে সেই পড়য়া পরীক্ষায় বসতে পারেন। পরীক্ষার নম্বরই নতুন ভাবে যোগ হবে সংশ্লিষ্ট পড়ুয়ার মার্কশিটে। 

Advertisement

Advertisement