ডাবগ্রাম ফুলবাড়ির বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল। উত্তরবঙ্গ ইস্যুতে তাঁর একটি মন্তব্যের জেরে এই অভিযোগ দায়ের করা হয়েছে রাজ্যের শাসকদলের পক্ষ থেকে। বাংলার মানচিত্রের একচুলও পরিবর্তন হবে না বলে বিজেপিকে কটাক্ষ গৌতম দেবের।
উত্তরবঙ্গ পৃথক রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল হোক এই দাবিতে সরব হয়েছিল আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। তারপর থেকে রাজ্য রাজনীতিতে শুরু হয় তোলপাড়। সম্প্রতি জন বারলার এই দাবিতে উত্তরবঙ্গের বেশ কয়েকজন বিজেপি বিধায়ক সমর্থন জানিয়েছিল। মঙ্গলবার বিজেপি সাংসদের এই দাবিতে সমর্থন জানান ডাবগ্রাম ফুলবাড়ির বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বিজেপি বিধায়কের এই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিল তৃণমূল। বিজেপি বিধায়কের মন্তব্যকে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ এনে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ প্রামানিক। শুক্রবার আবার বিধায়কের বিরুদ্ধে শিলিগুড়ির ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে তৃণমূলের ৩ নং টাউন ব্লক কমিটি। এদিন টাউন কমিটি দুলাল দত্তের উপস্থিতিতে তৃণমূল নেতাকর্মীরা ভক্তিনগর থানার বিধায়কের বিরুদ্ধে উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্তের অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন থানায় অভিযোগ এর মাধ্যমে তৃণমূলের তরফে দাবি করা হয় অবিলম্বে বিজেপি বিধায়কের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত বিধায়কের গ্রেফতারের দাবি জানান হয় ।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের টাউন ব্লক ৩ এর সভাপতি দুলাল দত্ত বলেন, গত ১৬ তারিখে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা উত্তরবঙ্গকে ভাগ করার চক্রান্তে মেতে আছে। তা নিয়ে গতকাল নিউ জলপাইগুড়ি ও আশিঘর আউটপোস্টে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এদিন ভক্তিনগর থানার বিধায়কের এই মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো। অন্যদিকে এই প্রসঙ্গ নিয়ে তৃণমূল নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, বিজেপি যেখানে ইচ্ছা যেতে পারে। তবে বাংলার মানচিত্রের একচুলও পরিবর্তন হবে না।