scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

PHOTOS: মাঝ সমুদ্রে বিকল ট্রলার, কোস্ট গার্ডের তৎপরতায় রক্ষা মৎস্যজীবীদের

Fishermen rescued
  • 1/7

দিঘা উপকূল থেকে প্রায় ৭০কিলোমিটার দূরে পাখা ভেঙে বিকল হয়ে যায়  কাঁথির মৎস্যজীবীদের একটি ট্রলার।

Fishermen rescued
  • 2/7

সেই ট্রলারে থাকা মৎস্যজীবীদের  উদ্ধার করল হলদিয়া উপকূলরক্ষী বাহিনী। 

Fishermen rescued
  • 3/7

রবিবার  সকাল ৬টা নাগাদ ওই ট্রলার বিকল হয়ে যায়। ফলে  মাঝ সমুদ্রে আটকে পড়েন মৎস্যজীবীরা।
 

Advertisement
Fishermen rescued
  • 4/7

 খবর পায় মৎস্য দফতরের অফিসারর ।তৎক্ষনাৎ হলদিয়া কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করেন । জিপিএস লোকেশন, ট্রলারের নাম সহ যাবতীয়  তথ্য সরবরাহ করা হয় কোস্ট গার্ডকে।

Fishermen rescued
  • 5/7

উপকূল রক্ষি বাহিনীর টহলরত জাহাজ সেখানে পৌঁছে ট্রলারটিকে বেঁধে নিয়ে আসছে। সঙ্গে থাকা ১১ জন মৎস্যজীবীকেও উদ্ধার করা হয়।
 

Fishermen rescued
  • 6/7


সন্ধ্যায় হলদিয়ায় পৌঁছায় কোস্ট গার্ডের উদ্ধারকারী জাহাজ। 

Fishermen rescued
  • 7/7

পূর্ব মেদিনীপুরের সহ মৎস্য অধিকর্তা(মেরিন) সুরজিৎ বাগ বলেন, উপকূল রক্ষী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। এখন সমুদ্র উত্তাল।সব ট্রলার লাইন দিয়ে ফিরে আসছে। যান্ত্রিক ত্রুটির কারণে ওই ট্রলার আটকে পড়েছিল।

Advertisement