scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

চন্দ্রকোনায় হাতির তাণ্ডব, নষ্ট ফসল, অল্পের জন্য রক্ষা ফেরিওয়ালার

সাত সকালে হাতির তাণ্ডব
  • 1/5

সাতসকালে দাপিয়ে বেড়াল হাতি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বড়আকনা গ্রামের ঘটনা। 

নষ্ট মাঠের ফসল
  • 2/5

বুধবার গ্রামের পাশে প্রথমে দেখা যায় হাতিটিকে। ছড়ায় আতঙ্ক। গ্রামবাসীরা তাড়া করলে ছোটাছুটি শুরু করে দেয়ে হাতিটি। তাণ্ডবে নষ্ট হয়ে যায় মাঠের ফসল। 

প্রাণে বাঁচলেন ফেরিওয়ালা
  • 3/5

এক ফেরিওয়ালা হাতির সামনে পড়ে গেলে তাঁর সমস্ত সামগ্রী ভেঙে ফেলে হাতিটি। সাইকেল ফেলে সেখান থেকে পালিয়ে কোনও ভাবে প্রাণ বাঁচান ওই ফেরিওয়ালা। পালাতে গিয়ে আহত হয় এক ছাত্রীও। 

Advertisement
হাতিটিকে পাঠানো হয় জঙ্গলে
  • 4/5

দীর্ঘ চেষ্টার পর হাতিটিকে সংলগ্ন দামকুড়া জঙ্গলে ঢোকাতে সক্ষম হন গ্রামবাসীরা। 

কী জানাচ্ছে বন দফতর?
  • 5/5

বন দফরর সূত্রে খবর, কয়েকদিন ধরেই দামকুড়া জঙ্গলে আশ্রয় নিয়েছে একটি হাতির দল। সেখান থেকেই একটি হাতি কোনও ভাবে দলছুট হয়ে ঢুকে পড়ে গ্রামে। 
 

Advertisement