scorecardresearch
 
Advertisement
দক্ষিণবঙ্গ

বিলুপ্তপ্রায় প্রজাতির লক্ষ্মীপ্যাঁচা উদ্ধার, পরে খোলা পরিবেশে ছাড়ল বন দফতর

লক্ষ্মীপ্যাঁচা উদ্ধার
  • 1/5

উদ্ধার হল বিলুপ্ত প্রায় প্রজাতির লক্ষ্মী প্যাঁচা। ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়ার জগদীশপুর এলাকায়।

উদ্ধার লক্ষ্মীপ্যাঁচা
  • 2/5

জানা গেছে প্যাঁচাটিকে মাটিকে পড়ে থাকতে দেখেন জগদীশপুর এলাকার মাকালতলা গ্রামের বাসিন্দারা।

উদ্ধার লক্ষ্মীপ্যাঁচা
  • 3/5

খবর দেওয়া হয় হাওড়া সিটি পুলিশে। প্যাঁচাটিকে হাওড়া সিটি পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।

Advertisement
উদ্ধার লক্ষ্মীপ্যাঁচা
  • 4/5

এরপর সেটিকে বন দফতরের হাতে তুলে দেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। প্যাঁচাটির শারীরিক পরীক্ষা করে বন দফতর। দেখা যায় সুস্থই রয়েছে সেটি। এরপর প্যাঁচাটিকে মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হয়।

দিন কয়েক আগে উদ্ধার ভাম
  • 5/5

প্রসঙ্গত দিন কয়েক আগে জগদীশপুর এলাকা থেকেই একটি ভামও উদ্ধার হয়েছিল বলে জানা যাচ্ছে।  

Advertisement