রবি-গান থেকে রামকৃষ্ণের ভক্তিবাদ, এক ক্লিকে বিশ্বভারতীর শতবর্ষে মোদীর ভাষণ
বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে (Pm Modi speech on Visva Bharati university) যোগ দিয়ে একাধিক বিষয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক নজরে দেখে নিন এদিনের অনুষ্ঠানের বিশেষ ১০টি দিক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি- ইন্ডিয়া টুডে - কলকাতা,
- 24 Dec 2020,
- (Updated 24 Dec 2020, 1:07 PM IST)
হাইলাইটস
- প্রধানমন্ত্রীর বক্তব্যের ১০ পয়েন্ট
- কবিগুরুর গান থেকে রামকৃষ্ণ ভক্তি
- একাধিক বিষয় উঠে এল ভাষণে
বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক বিষয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক নজরে দেখে নিন এদিনের অনুষ্ঠানের বিশেষ ১০টি দিক-
- এদিন প্রধানমন্ত্রী ভাষণ শুরু করেন, হে বিধাতা,. দাও দাও মোদের গৌরব দাও..কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানটির মাধ্যমে।
- এদিন প্রধানমন্ত্রী বলেন, বিশ্বভারতীকে আজ বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় গড়তে যাঁদের অবদান প্রতি দিন, তাঁদের আমি প্রণাম জানাচ্ছি। শান্তিনিকেতন স্থাপনের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর গ্রামের উন্নয়ন ঘটিয়েছিলেন।
- প্রধানমন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয়, ভারতের স্বাধীনতা আন্দোলন ও বিশ্বভারতীর ভাবনা ওতোপ্রতো ভাবে জড়িত। এই আন্দোলনের বীজ বহু আগে পোঁতা হয়েছিল। বিদ্যাপতি, শ্রীচৈতন্য, সুরদাস সহ মহান ব্যক্তিরা সমাজকে শুধরে, প্রগতির মাগ দর্শন করিয়েছেন।
- এদিন প্রধানমন্ত্রী বলেন, কালীভক্ত রামকৃষ্ণ পরমহংসের জন্যই ভারত স্বামী বিবেকানন্দের মতো মহান আত্মা পেয়েছে ভারত। রামকৃষ্ণের ভক্তিবাদ ভুললে চলবে না।
আরও পড়ুন, 'ওরে গৃহবাসী, খোল দ্বার খোল...' রবি-চিন্তায় দেশবাসীকে এগিয়ে যাওয়ার বার্তা মোদীর
- মোদী বলেন, ভক্তি আন্দোলন আমাদের একতা দিয়েছে, জ্ঞান আন্দোলন আমাদের চেতনার উন্মেষ ঘটিয়েছে এবং কর্ম আন্দোলন আমাদের কাজ করতে শিখিয়ে। গুরুদেব যে ভাবে ভারতের সংস্কৃতির সঙ্গে জুড়ে বিশ্বভারতীকে যে স্বরূপ দেন, তাতে রাষ্ট্রবাদের উদাহরণ তুলে ধরেন তিনি।
- মোদী বললেন, নবভারতের নির্মাণে বিশ্বভারতী কাজ করে। প্রকৃতির সঙ্গে মিলে অধ্যয়ন ও জীবনচর্চার পীঠস্থান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
- প্রধানমন্ত্রী বলেন, বিশ্বভারতীর শতবর্ষে এটাই আমাদের প্রার্থনা। দেশের কাছে বিশ্বভারতীর শতবর্ষ গৌরবের বিষয়।
- প্রধানমন্ত্রী বলেন, গ্রাম, কৃষি, বাণিজ্যকে আত্মনির্ভর দেখতে চেয়েছিলেন গুরুদেব। আত্মনির্ভর ভারতের সূচনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই।
আরও পড়ুন, ১০০ বছর আগে আজ ৫ জন পড়ুয়া নিয়ে বিশ্বভারতী চালু করেছিলেন রবি ঠাকুর
- প্রধানমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের একবার পোস্টিং হয়েছিল আহমেদাবাদে। আহমেদাবাদে থাকাকালীন দুটি বাংলা কবিতা রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ক্ষদিত পাষাণের একটি অংশ রবীন্দ্রনাথ গুজরাতে বসে লিখেছিলেন।
- প্রধানমন্ত্রী বললেন, ভারত মাতা ও বিশ্বের মেলবন্ধনেই রবীন্দ্রনাথ ঠাকুর গড়েছিলেন এই বিশ্বভারতী। ভারতের শিক্ষা ব্যবস্থাকে নতুন চেহারা দিয়েছে বিশ্বভারতী।
- মোদী বললেন, শিক্ষার এই মন্দিরে আদর্শ মানুষ তৈরির চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জ্ঞানের আন্দোলনে উত্সাহ দিয়েছে বিশ্বভারতী।