scorecardresearch
 

"চোরের মায়ের বড় গলা", নাম না করে রাজীবকে পালটা অরূপের

"চোরের মায়ের বড়ো গলা, চালুনি সূচের বিচার করে।" নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) পালটা সমালোচনায় হাওড়ারই অপর এক মন্ত্রী অরূপ রায় (Arup Roy) শনিবার কলকাতার এক অরাজনৈতিক মঞ্চে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, স্তাবকতা করতে পারলে দলে নম্বর বেশি। ভালকে খারাপ, আর খারাপকে ভাল বলতে পারি না, তাই আমার নম্বর কম। যাঁরা মাঠেঘাটে নেমে কাজ করেন, দলে তাঁদের প্রাধান্য নেই। সামনের সারিতে থাকছেন ঠান্ডা ঘরে বসে থাকা লোকেরা। তাতে খুব যন্ত্রণা হয়।" এমনকি দুর্নীতিগ্রস্তরা স্তাবকতা করে সামনের সারিতে চলে আসেন বলেও অভিযোগ করেন তিনি। রাজীবের এই মন্তব্যকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। 

Advertisement
অরূপ রায় অরূপ রায়
হাইলাইটস
  • "চালুনি সূচের বিচার করে"
  • "যাঁরা বেশি পেয়েছেন তাঁরা বেশি চান"
  • নাম না করে রাজীবের সমালোচনায় অরূপ

"চোরের মায়ের বড়ো গলা, চালুনি সূচের বিচার করে।" নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) পালটা সমালোচনায় হাওড়ারই অপর এক মন্ত্রী অরূপ রায় (Arup Roy) শনিবার কলকাতার এক অরাজনৈতিক মঞ্চে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, স্তাবকতা করতে পারলে দলে নম্বর বেশি। ভালকে খারাপ, আর খারাপকে ভাল বলতে পারি না, তাই আমার নম্বর কম। যাঁরা মাঠেঘাটে নেমে কাজ করেন, দলে তাঁদের প্রাধান্য নেই। সামনের সারিতে থাকছেন ঠান্ডা ঘরে বসে থাকা লোকেরা। তাতে খুব যন্ত্রণা হয়।" এমনকি দুর্নীতিগ্রস্তরা স্তাবকতা করে সামনের সারিতে চলে আসেন বলেও অভিযোগ করেন তিনি। রাজীবের এই মন্তব্যকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে। 

এরপরেই নাম না করে রাজীবকে পালটা খোঁচা দিলেন রাজ্যের অপর এক মন্ত্রী অরূপ রায়। রাজীবের মন্তব্যের প্রেক্ষিতে অরূপ বলেন, "এতে কী এসে গেল। চোরের মায়ের বড়ো গলা। যাঁরা বেশি পেয়েছেন তাঁরা বেশি চান। আর যাঁরা বেশি দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিতে যাঁদের পায়ের নখ থেকে মাথার চুল অবধি ভর্তি তাঁরাই বেশি চিৎকার করেন। এটা প্রবাদ বাক্য, চোরের মায়ের বড়ো গলা। চালুনি সূচের বিচার করে।" 

এদিকে রাজীবের মন্তব্য ঘিরে জল্পনার মাঝেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপিও (BJP)। দলের সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেন, "যাঁদের লড়াইতে তৃণমূল তৈরি, তাঁদের মনের কথাই বলেছেন রাজীব।" পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ বলেন, "আমরা তো সবাইকে আহ্বান জানিয়েই রেখেছি। তিনি তৃণমূলে থেকেও ভাল কাজ করেছেন, আমফানের সময়ে ভালো কাজ করেছেন।" জল্পনা বাড়িয়েছে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মন্তব্যও। লকেটের দাবি, "বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন রাজীব।" আর শুধু রাজীবই নয় আরও অনেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলেও দাবি এই বিজেপি সাংসদের।

Advertisement

অন্যদিকে রাজীবের এই মন্তব্যের পরেই রবিবার কলকাতার বিভিন্ন জায়গায় তাঁর ছবি দিয়ে পোস্টার এবং ফ্লেক্স দেখা যায়।  শ্যামবাজার, উল্টোডাঙা, গিরিশ পার্ক, কাঁকুরগাছি সহ উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় চোখে পড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার ও ফ্লেক্স। কোনও পোস্টারে রাজীবের ছবির নিচে লেখা, 'কাজের মানুষ কাছের মানুষ', কোনও পোস্টারে আবার লেখা, 'ছাত্র যুবর নয়নের মণি'। সেক্ষেত্রে শুভেন্দুকে ঘিরে জটের মাঝেই রাজীবের নামে এই ধরনের পোস্টার খুব স্বাভাবিক ভাবেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার রাজীবের ক্ষেত্রে কী পদক্ষেপ করে তৃণমূল।


 

Advertisement