scorecardresearch
 

প্রাথমিকের নিয়োগে দুর্নীতির অভিযোগ, পুরুলিয়ায় ঘেরাও-বিক্ষোভ বিজেপির

প্রাথমিক শিক্ষক (Primary Teacher) নিয়োগে দুর্নীতির অভিযোগে পুরুলিয়া (Purulia) জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দফতর ঘেরাও করল বিজেপি (BJP)। একইসঙ্গে জেলা অবর বিদ্যালয় পরিদর্শককে চার দফা দাবিতে স্মারকলিপিও পেশ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। গেরুয়া শিবিরের ঘেরাও অভিযানকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দফতর চত্বরে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ
  • পুরুলিয়ায় ঘেরাও-বিক্ষোভ বিজেপির
  • ৪ দফা দাবিতে স্মারকলিপি পেশ


প্রাথমিক শিক্ষক (Primary Teacher) নিয়োগে দুর্নীতির অভিযোগে পুরুলিয়া (Purulia) জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দফতর ঘেরাও করল বিজেপি (BJP)। একইসঙ্গে জেলা অবর বিদ্যালয় পরিদর্শককে চার দফা দাবিতে স্মারকলিপিও পেশ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। গেরুয়া শিবিরের ঘেরাও অভিযানকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দফতর চত্বরে। 

বৃহস্পতিবার বেশ কিছু প্রশ্ন তোলা হয় বিজেপির পক্ষ থেকে। গেরুয়া ব্রিগেডের প্রশ্ন, কেন চাকরি প্রার্থীদের কোনও তালিকা জনসমক্ষে প্রকাশ হলো না? পুরুলিয়ায় কত শূন্যপদ রয়েছে? তালিকার মধ্যে পুরুলিয়ার কতজন চাকরি প্রার্থী রয়েছেন? এমনকি পার্শ্বশিক্ষক ও প্রাক্তন চাকরি প্রার্থীদের তালিকায় কতজন স্থান পেয়েছেন সেই সংখ্যাও জনসমক্ষে প্রকাশ করার দাবি জানায় বিজেপি। এক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির থাকতে পারে বলে অভিযোগ তুলে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দফতর ঘেরাও করে বিজেপি।

প্রসঙ্গত প্রাথমিকে চাকরি প্রার্থীদের কাউন্সেলিংকে ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায় পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলা প্রাথমিক শিক্ষা সংসদের দফতরে। সকাল থেকে বসে থাকাও পরেও কাউন্সেলিং না হওয়ায় বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা। করা হয় অবরোধও। চাকরি প্রার্থীদের অভিযোগ, বুধবার সকালে প্রথম ধাপে কয়েকজনের কাউন্সিলিং হলেও বাকিদের কোথায় কখন কিভাবে হবে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় সংসদে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বসে থাকেন চাকরি প্রার্থীরা। কিন্তু তাতেও কোনও সুস্পষ্ট বার্তা পাওয়া যায়নি। চাকরি প্রার্থীদের দাবি, এরপর হঠাৎই সংসদের তরফে ঘোষণা করা হয় বাকিদের কাউন্সেলিং রাজ্যস্তরে হবে। তা শুনেই ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রার্থীরা। শুরু হয় বিক্ষোভ। এমনকি মেদিনীপুর শহরে প্রবেশের রাস্তায় সংসদের দফতরের সামনে অবরোধও করেন চাকরি প্রার্থীরা। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। 

Advertisement


 

Advertisement