Durga Puja Weather: আশঙ্কাই সত্যি। সপ্তমী থেকেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। অষ্টমীতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টির আভাস জারি করা হয়েছে। ফলে পুজোর দিনে আকাশের মুখ ভার থাকতে তা একপ্রকার স্পষ্টই করে দিয়েছে হাওয়া অফিস।
পুজোর বৃষ্টির পূর্বাভাস
ভিয়েতনামের উপকূল বরাবর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি ক্রমশ বাংলার উপকূলবর্তী এলাকাগুলির দিকে এগিয়ে আসছে। ভিয়েতনামের উপকূল পেরিয়ে ঘূর্ণাবর্তটি মায়নমারের কাছকাছি আসলে এর শক্তি অনেকটাই কমবে। কিন্তু বাংলাদেশ পেরিয়ে বাংলার উপকূলের কাছাকাছি এলে ঘূর্ণাবর্তটির শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। কারণ, আবহাওয়া অনেকটাই অনুকূলে রয়েছে ঘূর্ণাবর্তের। ফলে এটি ক্রমশ নিম্নচাপে পরিণত হতে পারে বলেও মনে করা হচ্ছে। এর জেরে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে পুজোর মধ্যে। সপ্তমী এবং অষ্টমীতে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস
বুধবার বেলার দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাত হয়। স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে এই বৃষ্টি হয়েছে। আগামী ২-৩ দিনও এমন হতে পারে। তবে সেই বৃষ্টি খুব বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। আর এর জেরেই বিপাকে পড়তেন পারেন শহরবাসী। কারণ সপ্তমী, অষ্টমী এবং নবমীতেই ভিড় বেশি হয় মণ্ডপগুলিতে। ফলে দুর্যোগের মধ্যে চিন্তা বাড়বে। এর পাশাপাশি ভারী বৃষ্টি হলে উদ্বেগ বাড়ছে শহরের পুজো উদ্যোক্তাদেরও। যদিও কলকাতাতে এখনও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়নি। কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। ফলে সেখানে কিছুটা সমস্যা তৈরি হতে পারে।