গত সপ্তাহে টানা গরমে নাজেহাল ছিল উত্তরবঙ্গ। পাহাড়ে আরামদায়ক আবহাওয়া থাকলেও সমতলে ছিল মারাত্মক গরম। সঙ্গে দোসর ছিল আর্দ্রতা। যা প্রাণ ওষ্ঠাগত করে তুলেছিল মানুষের।
২২ সেপ্টেম্বর থেকে নিম্নচাপের ফলে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হতেই আচমকা তাপমাত্রা নেমে যায় অনেকটা। যেখানে গত সপ্তাহে ৩৭-৩৮ ডিগ্রি ছিল। সেখানে এ সপ্তাহে নেমে এসেছে ২৪-২৫ ডিগ্রিতে।
টানা বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়েছেন উত্তরবঙ্গবাসী। বিশেষ করে পাহাড়-তরাই-ডুয়ার্সে রীতিমতো শীতের আবহ। এরই মাঝে বৃষ্টিতে পাহাড়ে ফের ধসে গেল রাস্তা।
লাগাতার ভারী বৃষ্টিতে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে ধস। সেতিঝোরায় রাস্তার একটি অংশ তলিয়ে গিয়েছে। ইতিমধ্যে রাস্তাটির জরুরি মেরামতের জন্য জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
যার জেরে বন্ধ যান চলাচল। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাস্তা মেরামত হওয়া পর্যন্ত সিকিম থেকে শিলিগুড়ি/ডুয়ার্স পর্যন্ত ছোট যানবাহনগুলি যেকোনও রুটে সুবিধামত চলাচল করতে পারবে।
তবে সিকিম থেকে শিলিগুড়িগামী ভারী যানবাহন গুলি শুধুমাত্র সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টার মধ্যে চলাচল করতে পারবে। তবে এই মেরামতি করতে সময় লাগবে।
শনিবার রাত থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল সহ প্রতিবেশী রাজ্য সিকিমে ভারী বৃষ্টি শুরু হয়েছে।যার জেরে এই বিপত্তি। পাহাড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
রাতভর ভারী বৃষ্টির জেরে সমতলে শিলিগুড়ি সংলগ্ন বাড়িভাষা, হাতিয়াডাঙা, একতিয়াশালের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে।