তিস্তার জলে ভাসলো হাতি। গাজোলডোবা এলাকার ঘটনা। ভাসতে ভাসতে এসে গাজলডোবার ১৫ নম্বর গেটে এসে আটকে যায় হাতিটি। জলের স্রোতে হাবুডুবু খেতে থাকে। মঙ্গলবার রাত ১১ টা নাগাদ সেখানে দেখতে পান এলাকার বাসিন্দারা। তারাই খবর দেয় বনদপ্তর এবং গাজল ডোবার গেটের দায়িত্বে থাকা কর্মীদের। সিকিম পাহাড় এবং ভুটানে লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীতে জলস্ফিতী দেখা দিয়েছে। জানা গেছে প্রায় ১৫ থেকে ১৭ টি হাতির একটি দল তিস্তাবাঁধের উপর দিয়ে জঙ্গলের দিকে ফিরছিল। সেই সময় কোনওভাবে একটি হাতি নদীতে পড়ে যায়। ভাসতে ভাসতে গাজলডোবায় তিস্তা গেটে এসে আটকে যায় হাতিটি।