দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্রে কোনও পরিবর্তন নেই। আজও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, এইভাবে ১২-১৩টা জেলার একসঙ্গে তাপপ্রবাহের কবলে পড়ার কোনও সাধারণ ঘটনা নয়।
একইসঙ্গে এখনও কমপক্ষে ২ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দফতর (Alipore Weather Office)। এক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রাখা হয়েছে।
আরও পড়ুন - শতাব্দী এক্সেপ্রেসে হঠাত্ ইফতার পার্টি, রেলের সারপ্রাইজে আপ্লুত যাত্রী
তবে উপকূলবর্তী জেলা যেমন, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা (Kolkata) ও সংলগ্ন হুগলির কিছুটা অংশে তাপপ্রবাহের সতর্কতা নেই।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।
তবে মে মাসের ২-৩ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের (South Bengal) কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। যদিও সব জেলায় বৃষ্টি হবে কিনা সেই বিষয়ে নিশ্চিত নন আবহাওয়াবিদরা।