Murshidabad Explosion Dead: ফের মুর্শিদাবাদে গোলমাল। এবার বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যুর ঘটনা সামনে এসেছে। যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা বাঁধতে গিয়ে মৃত্যুর ঘটনায় চাপ বাড়ছে পুলিশের উপরে। পাশাপাশি এলাকায় রাজনৈতিক উত্তাপও বাড়ছে।
আরও পড়ুনঃ ব্যাপক চাহিদা, দার্জিলিঙে আরও ৪টি জয়রাইড টয়ট্রেন, কীভাবে বুকিং?
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ জেলার নওদা থানার মধুপুর মাঠপাড়া গ্রামের ঘটনা। বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন একজন, গুরুতর জখম হয়েছেন আরও ২। স্থানীয় ও পুলিশ সূত্রের পাওয়া খবরে জানা গিয়েছে, রাতে মধুপুরের কাবিজুল শেখের বাড়ির পাশে বোমা বাঁধছিলেন কয়েকজন যুবক। সে সময় আচমকা বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে ছিটকে পড়েন ৩ জন। জখমদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন এক জনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম মেজবুল শেখ। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নওদা থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা ঘিরে ফেলে পুলিশ। তা সত্ত্বেও এলাকায় থমথমে।
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের নানা প্রান্ত দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে। গতকাল, বৃহস্পতিবারই উত্তর দিনাজপুরের ইসলামপুরে বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন এক সিভিক ভলান্টিয়ার। পাশাপাশি এদিনও একজনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার খবর পাওয়া গিয়েছে। কোথাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে অভিযোগের আঙুল উঠেছে। গত সপ্তাহে বীরভূমের পাড়ুইয়ে বোমার আঘাতে উড়ে গেছে এক তৃণমূল নেতার গোয়ালঘর। এবার মুর্শিদাবাদে প্রাণ গেল এক জনের। এ নিয়ে তৃণমূল ও রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে বিরোধীরা প্রস্তুতি নিচ্ছে।