scorecardresearch
 
Advertisement

Cyclone Dana Impact at Digha: ঘূর্ণিঝড়ের প্রমাদ গুনছে দিঘা, সি বিচে কী অবস্থা ? দেখুন

Cyclone Dana Impact at Digha: ঘূর্ণিঝড়ের প্রমাদ গুনছে দিঘা, সি বিচে কী অবস্থা ? দেখুন

বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তার প্রভাব পড়তে শুরু করেছে বাংলায়। সকাল থেকেই উপকূলের জেলাগুলিতে মেঘলা আকাশ, দফায় দফায় শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। জেলায় জেলায় সতর্ক প্রশাসন। সতর্কতার সেই ছবি দেখা গেল দিঘার সমুদ্র সৈকত এলাকাতেও। ইতিমধ্যেই জোয়ারের কারণে ঢেউ বাড়ছে দিঘার সমুদ্রে। ডিজাস্টার ম্যানেজমেন্ট ও স্থানীয় প্রশাসনের তরফে সমুদ্র স্নান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দফায় দফায় চলছে মাইকিং। সমুদ্র থেকে তুলে দেওয়া হচ্ছে পর্যটকদের। পাশাপাশি তাঁদের নিরাপদ স্থানে চলে যাওয়ারও নির্দেশও দেওয়া হচ্ছে। অন্যদিকে সকাল থেকেই দফায় দফায় সমুদ্র তীরবর্তী এলাকা পরিদর্শন করছেন জেলাশাসকসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মোতায়েন রয়েছে NDRF বাহিনীও।

Advertisement