আর জি করে তরুণী ডাক্তারের ধর্ষণ-খুনের ঘটনায় আজ ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে এসইউসিআই। আর সেই ধর্মঘট সফল করতে এদিন কোলাঘাটের দেউলিয়া বাজারে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন SUCI-এর কর্মী সমর্থকরা। প্রায় ৩০ মিনিট বন্ধ রাখা হয় জাতীয় সড়ক। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্মী সমর্থকরা। অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয়। এরপর কোলাঘাট হাইওয়ে ট্র্যাফিক পুলিশের তৎপরতায় অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়। তবে এলাকায় অব্যাহত বিক্ষোভ মিছিল।