scorecardresearch
 

এবার উত্তর ২৪ গরগণা, করোনায় আক্রান্তের সংখ্য়া লাখ ছাড়াল

কলকাতা (Kolkata)-র পর এবার উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। ওই জেলায় করোনা (Corona) আক্রান্তের সংখ্যা এক লক্ষ  ছাড়াল। দিন সাতেক আগে কলকাতায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছিল। এই দুই জেলা উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্যকর্তাদের। 

Advertisement
উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল
হাইলাইটস
  • এবার উত্তর ২৪ গরগণা
  • করোনায় আক্রান্তের সংখ্য়া লাখ ছাড়াল
  • দিন কয়েক আগে কলকাতায় লাখ ছাড়িয়েছিল

কলকাতা (Kolkata)-র পর এবার উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। ওই জেলায় করোনা (Corona) আক্রান্তের সংখ্যা এক লক্ষ  ছাড়াল। দিন সাতেক আগে কলকাতায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছিল। এই দুই জেলা উদ্বেগ বাড়িয়েছে স্বাস্থ্যকর্তাদের। 

এই মধ্যে ভাল খবর, রাজ্য়ে কমছে দৈনিক করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। সেইসঙ্গে একদিনে আক্রান্ত থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যাও ধারাবিহাক ভাবে বেড়েই চলেছে। রবিবারও তার থেকে আলাদা হয়নি। এই পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যকর্তাদের।

এদিন স্বাস্থ্য দপ্তরের বুলেটিন জানিয়েছে, উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১৪৫ জন। এর আগে রয়েছে কলকাতা। সেখানে ওই সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৯৯৭। সবথেকে বেশি মৃত্যু এবং অ্যাক্টিভ রোগীর সংখ্যাও ওই দুই জেলা থেকেই।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৬৭ জন মানুষ। উল্টোদিকে সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৪৪৫ জন মানুষ। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। সুস্থতার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৯৩.১৮ শতাংশ। শনিবার ছিল ৯৩.১২ শতাংশ। 

স্বাস্থ্য দপ্তরের পরিচালক পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় সবথেকে মৃত্যু হয়েছে কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলায়। ওই দুই জেলাতেই ১৩ জন করে মানুষ মারা গিয়েছেন।

এখনও পর্যন্ত রাজ্যে ৪ লক্ষ ৮০ হাজার ৮১৩ জন মানুষের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ৪ লাখ ৪৮ হাজার ৩২ জন ছাড়া পেয়েছেন। এখন রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৪ হাজার ৪০৫। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৭৬ জনের।

এদিন ৪৫ হাজার ২০৮ জনের করোনার পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ৫৮ লক্ষ ৩৪ হাজার ৭৫৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সংখ্য়া সামান্য বাড়ানো হয়েছে। 

Advertisement

হাসপাতালে পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজ্য সরকার খুলেছে সেফ হোম। রাজ্যে ২০০টি সেফ হোম রয়েছে। সেখানে এখন ৭৮০ জন মানুষের চিকিৎসা চলছে।

Advertisement