scorecardresearch
 

রেশন তুলতে গিয়ে নৌকোডুবিতে মৃত্যু জেঠিমা-ভাইপোর, নদীয়ার হরিণঘাটায়

রেশন তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল জেঠিমা এবং ভাইপোর। তাঁদের নৌকো উল্টে (Boat Capsize) যায়। শনিবার মর্মান্তিক এই ঘটনা নদীয়া (Nadia)-র হরিণঘাটা (Haringhata)-য়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Advertisement
নৌকোডুবিতে মৃত্যু হল জেঠিমা এবং ভাইপোর। শনিবার নদীয়ার হরিণঘাটায় (প্রতীকি ছবি) নৌকোডুবিতে মৃত্যু হল জেঠিমা এবং ভাইপোর। শনিবার নদীয়ার হরিণঘাটায় (প্রতীকি ছবি)
হাইলাইটস
  • রেশন তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল জেঠিমা এবং ভাইপোর
  • তাঁদের নৌকো উল্টে যায়
  • শনিবার মর্মান্তিক এই ঘটনা নদীয়ার হরিণঘাটায়

রেশন তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল জেঠিমা এবং ভাইপোর। তাঁদের নৌকো উল্টে (Boat Capsize) যায়। শনিবার মর্মান্তিক এই ঘটনা নদীয়া (Nadia)-র হরিণঘাটা (Haringhata)-য়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বিলের জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যর। মৃতদের নাম দীপালি মোড়ল (৪০) ও দীপ মোড়ল (১২)। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটার পারমাঝদিয়া এলাকায়।

স্থানীয়রা জানান, দীপালি ও দীপ সম্পর্কে জেঠিমা, ভাইপো। তাঁরা সেখানকার দীর্ঘদিনের বাসিন্দা। শনিবার ছিল রেশন তোলার দিন। প্রতি সপ্তাহে এই দিনে তাঁরা রেশন তুলতেন। এদিনও তেমনই কথা ছিল। তবে রেশন তোলা একটা উল্লেখযোগ্যা ব্যাপার বটে। জল পেরিয়ে রেশন তুলতে যেতে হয়। আর তা করতে গিয়েই প্রাণ গেল দুজনের।

জেঠিমা ও ভাইপো দুজনে মিলে ডোঙা করে মগরাবিলের ওপারে বিজরা এলাকায় রেশন তুলতে গিয়েছিল। সেখানে কোনও সমস্যা নেই। রেশন তুলে ফেরার পথে বিপত্তি। মাঝ বিলে ডোঙা উল্টে যায়। বিলের জলে ডুবে মৃত্যু হয় দুজনের। তাঁদের উদ্ধার করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। অনুমান করা হচ্ছে, তাঁদের দুজনের কেউই সাঁতার জানতেন না।

পরিবারের সদস্যরা জানান, ডোঙা করেই ওপারে রেশন তুলতে যান এলাকার বাসিন্দারা। দীর্ধদিন ধরে এটাই চলে আসছে। আর তাঁরাও তা-ও করেন। বাকিদের মতো তাঁরা একই ভাবে রেশন তুলতে যান। এদিন দীপালি রেশন তুলতে গেলে দীপও যাওয়ার জন্য বায়না ধরে। সে যাবেই যাবে, বলেছিল। ছেলের আর ঘরে ফেরা হল না। রেশন তুলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ দেহ দুটি জল থেকে উদ্ধার করতে পেরেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। কেউ ভাবতেই পারছেন না, এমন ঘটনা ঘটতে পারে। কী করে দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। এমন ঘটনা যাতে ঠেকানো যায়, সে ব্যাাপরে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

Advertisement