scorecardresearch
 

Mamata Banerjee On DA : কেন্দ্র-রাজ্য DA-র ফারাক নিয়ে এবার মুখ খুললেন মমতা, যা বললেন

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে লাগাতার প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। বকেয়া ডিএ না মেটালে পঞ্চায়েত ভোটে কাজ করবে না বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। এরই মাঝে বুধবার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। যদিও তারপরেও যৌথ সংগ্রামী মঞ্চ আগামী সোম ও মঙ্গলবার রাজ্যে একটানা ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে।

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • ডিএ-র দাবিতে আন্দোলন জারি
  • এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী
  • প্রশাসনিক সভায় যা বললেন...

বুধবার বাজেট ঘোষণার দিন ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। আর সরকারের এই ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। একাংশ একাবারেই খুশি নয়। আবার একাংশকে ডিএ ঘোষণার পর সবুজ আবীরে আনন্দে মাতোয়ারা হতে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ডিএ শব্দটি অবশ্য শোনা যায়নি তাঁর মুখে।

বৃহস্পতিবার প্রশাসনিক সভায় সরাসরি ডিএ শব্দটি উচ্চারণ না করলেও মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, "আমরা তো ম্যাজিশিয়ান নই। টাকাটাও জোগাড় করতে হবে। অনেকে বলে, এটা পেলাম, ওটা দাও, এটা পেলাম, ওটা দাও। আরে যেটা পেলে সেটাকে ধরে রাখতে গেলে যে টাকার প্রয়োজন সেটা কোথা থেকে জোগাড় হবে? কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। বঞ্চনা করছে আর মিথ্যা কথা বলছে"। 

এদিন শুধু কেন্দ্রীয় সরকার নয়, রাজ্য বিজেপিকেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের গেরুয়া নেতাদের একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বিজেপির নেতারা গিয়ে বলছে, রাস্তার টাকা দিয়ো না, জলের টাকা দিয়ো না, বাড়িতে টাকা দিয়ো না। একশো দিনের কাজের টাকা দিয়ো না। এগুলো বলছে কারণ, তা হলে মানুষ উপকৃত হবে, আমি কী করে ভোট চাইব? কিন্তু তোমাদের লজ্জা থাকা উচিত। কারণ, এগুলো মানুষের টাকা। তোমাদের টাকা নয়। জনগণের ট্যাক্স নিয়ে দিল্লি এই টাকা তুলে নিয়ে যায়"।

প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে লাগাতার প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। বকেয়া ডিএ না মেটালে পঞ্চায়েত ভোটে কাজ করবে না বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ। এরই মাঝে বুধবার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। যদিও তারপরেও যৌথ সংগ্রামী মঞ্চ আগামী সোম ও মঙ্গলবার রাজ্যে একটানা ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে। অন্যদিকে আগামী ১৫ মার্চ সুপ্রিম কোর্টে মামলার শুনানিও রয়েছে। সেক্ষেত্রে সবদিক থেকে ডিএ ইস্যুতে রাজ্য সরকার বেশকিছুটা চাপে আছে বলেই মনে করছে বিশেষজ্ঞমহলের একাংশ। 

Advertisement

আরও পড়ুন - নারকেল তেলের সঙ্গে এই জিনিস মিশিয়ে মুখে লাগান, গ্ল্যামার ফেটে পড়বে

 

Advertisement