scorecardresearch
 

Cyclone Jawad: আসছে জাওয়াদ: কোন জেলায় কত কি.মি বেগে বইবে ঝড়? জানুন

ঘূর্ণিঝড় জাওয়াদ এখন বিশাখাপত্তনম থেকে ২৩০ কিলোমিটার ও পুরী থেকে ৪১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই জাওযাদের প্রভাবে এরাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট এবং ঝড়ের বেগ থাকবে।

Advertisement
ছবিটি প্রতীকী ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • ঘূর্ণিঝড় জাওয়াদ এখন বিশাখাপত্তনম থেকে ২৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে
  • কাল এই জাওয়াদ পূরীর কা্ছে পৌঁছবে
  • এর প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও ঝড়হবে

ঘূর্ণিঝড় জাওয়াদ এখন বিশাখাপত্তনম থেকে ২৩০ কিলোমিটার ও পুরী থেকে ৪১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই জাওযাদের প্রভাবে এরাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট এবং ঝড়ের বেগ থাকবে। 

এই ঘূর্ণিঝড় শনিবার বিশাখাপত্তনমে ও রবিবার পুরীর কাছে পৌঁছানোর কথা। বাংলায় আসার আগেই জাওয়াদ পরিণত হবে নিম্নচাপে। এর প্রভাব পড়বে এই রাজ্যের  উপকূলবর্তী জেলাগুলিতেও। এক একটা জেলায় এক এক রকম ঝোড়ো বেগ দেখা যাবে। এক নজরে দেখে নেব, কোন জেলায় এই ঝড়ের প্রভাব কেমন থাকতে পারে বা কত কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। 

আরও পড়ুন : জাওয়াদের প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টি শুরু, আরও শক্তি বাড়াবে রবিবার

আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এবং হুগলিতে ঝড়ের প্রভাব দেখা যাবে। রবিবার পূর্ব  ও পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে। উপকূলের বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার ঝোড়ো হাওয়ার গতিবেগ বাড়বে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে।

Advertisement

এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম পশ্চিম বর্ধমান,হুগলি নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদা জেলাতে ও ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে ৩০ থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। 

আরও পড়ুন : দাপট শুরু জাওয়াদের! সুন্দরবনে বৃষ্টি, বাড়ছে নদীর জলও

তবে শুধু জেলাগুলিতেই নয়, শহর কলকাতাতেও এর প্রভাব পড়বে। হাওয়া অফিসের পূর্বভাস,  কলকাতায় ৩০ থেকে ৪০ কি.মি বেগে হাওয়া বইবে। তা বেড়ে ৫০ কি.মি প্রতি ঘণ্টাও হতে পারে। হালকা বৃষ্টি চলবে সোমবারও।

 

Advertisement