'কর্ণাটকে কংগ্রেস অক্সিজেন একটু পেয়েছে, ৫০টা হারার পরে একটা জিতেছে, এটাতে আর কিছু না হোক, রাহুল গান্ধীর যেটা ভবিষ্যৎটা অন্ধকারে চলে গেছিল, সেটা একটু আপাতত রক্ষা হল', কর্ণাটকে কংগ্রেসের জয়ের প্রেক্ষিতে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি আরও বলেন, 'এর আগে ৪টে রাজ্যের ভোট হল, ৪টে-তেই বিজেপি জিতল, তখন তো বাড়ি ঢুকে গেছিলেন সবাই। কর্ণাটকে আমরা কবে সংখ্যাগরিষ্ঠতা পেলাম, একনম্বর দল ছিল, এখন দু'নম্বর হয়েছে। ঠিক আছে, মানুষ মনে করেছ, কংগ্রেসকে দিয়ে উন্নয়ন হবে। কংগ্রেস পুরনো দল, বহুবার ক্ষমতায় ছিল, ৬০ বছর ধরে ওরাই চালিয়েছে, দায়িত্ব দিয়েছে কংগ্রেস করে দেখাক'।
এদিকে কর্ণাটকে বিজেপির পরাজয় প্রসঙ্গে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, 'ঔদ্ধত্য অহংকারের রাজনীতির বিরুদ্ধে ভোট, এজেন্সি রাজনীতির বিরুদ্ধে ভোট কর্নাটকে, নো ভোট টু বিজেপি হয়েছে'। এই প্রেক্ষিতে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ক'টা পাবেন ঠিক করুন, গতবারে তো উনি সারা দেশে নেতৃত্ব দিয়েছিলেন, মোদী হঠাও, দেশ বাঁচাও। তাঁর এক ডজন সিট কম হয়েছিল, বাকি অনেক পার্টি উঠে গিয়েছিল। এবারে তার চেয়েও খারাপ অবস্থা ওনাদের, সেটা ভাবুন। বিজেপিকে মানুষ আশীর্বাদ করেছে, দু-দুবার সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। নরেন্দ্র মোদীর ওপরে পুরো ভরসা আছে লোকের। আর আগামী নির্বাচনে সেটা আবার দেখা যাবে'।
প্রসঙ্গত, গতকালই প্রকাশিত হয়েছে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের ফলাফল। গণনা শুরু হওয়ার প্রথম থেকেই এগিয়ে যেতে থাকে কংগ্রেস। শেষ পর্যন্ত দেখা যায় 'হাত'ই ধরেছেন কর্ণাটকবাসী। বিপুল ভোটে জয় পায় কংগ্রেস। এবারের নির্বাচনে দুর্নীতিকে প্রধান ইস্যু করে প্রচারে নামে কংগ্রেস। অন্যদিকে প্রথমে বিকাশ ও পরে বজরংবলি-ইস্যুকে সামনে রেখে নির্বাচনী লড়াইতে নামে গেরুয়া শিবির। কর্ণাটকে বিজেপির পরাজয়ই শুধু কংগ্রেসই নয়, উচ্ছ্বাস দেখা যায় বিজেপি বিরোধী একাধিক দলের মধ্যেও।
আরও পড়ুন - মোকার প্রভাব বাংলায় কতটা পড়বে, কখন-কোথায় ল্যান্ডফল করছে?