scorecardresearch
 

'ধান্দাবাজ ছাড়া আর কী বলব...' BJP ছেড়ে TMC-তে ফেরাদের নিয়ে ক্ষোভ মনোরঞ্জনের

গত বিধাসভা নির্বাচনের আগে তৃণমূল (TMC) ছেড়ে রীতিমতো বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল। সেই তালিকায় ছিলেন তৃণমূলের বেশকয়েকজন হেভিওয়েট নেতাও। কিন্তু বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পর একেবারে উল্টো চিত্র দেখা যায় রাজ্য রাজনীতিতে। যাঁরা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) গিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই ফের ফিরে আসেন ঘাসফুল শিবিরে। 

Advertisement
মনোরঞ্জন ব্যাপারী মনোরঞ্জন ব্যাপারী
হাইলাইটস
  • ফের মুখ খুললেন মনোরঞ্জন ব্যাপারী
  • বিজেপি থেকে তৃণমূলে ফেরাদের কটাক্ষ
  • কী বললেন বলাগড়ের বিধায়ক?

তৃণমূল ছেড়ে বিজেপি, তারপর আবার তৃণমূলে ফিরে আসা নেতাদের আক্রমণ শানালেন শাসকদলের বিধায়ক মনোরঞ্জন ব্যপারী (Manoranjan Byapari)। বুধবার বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, ওই ধরনের নেতাদের 'সুবিধাভোগী-ধান্দাবাজ' বলে কটাক্ষ করলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক। 

গত বিধাসভা নির্বাচনের আগে তৃণমূল (TMC) ছেড়ে রীতিমতো বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল। সেই তালিকায় ছিলেন তৃণমূলের বেশকয়েকজন হেভিওয়েট নেতাও। কিন্তু বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পর একেবারে উল্টো চিত্র দেখা যায় রাজ্য রাজনীতিতে। যাঁরা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) গিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই ফের ফিরে আসেন ঘাসফুল শিবিরে। 

এদিন সেই বিষয়েই ঘর ওয়াপসি করা নেতাদের খোঁচা দেন তৃণমূল বিধায়ক (TMC MLA)। মনোরঞ্জন ব্যাপারী বলেন, "আমি আসলে লেখালিখির জগতের মানুষ। কিন্তু বিধায়ক হতে হয়েছিল এই জন্য, যে বিজেপিকে রুখতে হবে, বিজেপিকে ঠেকাতে হবে। এমন একটা সময়, যখন বাংলাটাকে বিজেপি গ্রাস করে নেবে এমন একটা রব উঠে গিয়েছে। তখন আমাদের মনে হয়েছিল, বিজেপি যদি এসে যায় তা হলে আমাদের বাংলা ভাষা,সাহিত্য, সংস্কৃতি সব ধ্বংস করে দেবে।" বিধায়ক আরও বলেন, "আমাকেও তো হুমকি-ধমকি দেওয়া হচ্ছিল, গৌরী লঙ্কেশকা ভাই বনা দেঙ্গে। তখন আমাদের মনে হয়েছিল, মরতে যখন হবেই তখন লড়ে মরি। তার পর দিদি সেই সুযোগটা দিলেন। দেওয়ার পর লড়লাম।" 

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মনোরঞ্জন ব্যাপারী আরও বলেন, "সেই সময় আমি ১৫৩ জন পর্যন্ত গুনতে পেরেছিলাম। তার পর আমি গুনতে পারিনি। তখন মনে হয়েছিল, এই যে বেইমান, বিশ্বাসঘাতক, মিরজাফরের দল, বাংলাটাকে যারা ধ্বংস করতে চায়, তাদের মুখের মতো জবাব দিতে হবে। লড়তে হবে। সেই লড়াই লড়েছি। দিদি সুযোগ দিয়েছেন। যারা সুবিধাভোগী, ধান্দাবাজ তারা যে দিকে পাল্লা ভারী সে দিকেই ঝুঁকে যায়। যখন বাংলা বিপন্ন, বাঙালি বিপন্ন, এবং তৃণমূল দল বিপন্ন, সেই সময় যারা দল ছেড়ে চলে গেল, আজকে তৃণমূলের সুদিনে তারা দলে ফিরছে। তাদের সুবিধাভোগী ছাড়া আর কী বলা যায়।"

Advertisement

আরও পড়ুনপুরুষের বন্ধ্যাত্বের ইঙ্গিত দেয়, যে লক্ষণগুলি দেখলেই ফার্টিলিটি টেস্ট করানো উচিত 

 

Advertisement