ক্যানসারে (Cancer) আক্রান্ত স্বামী। গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী ও ছেলে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীতে (Nadia Kalyani)। মৃতরা হলেন মঞ্জু মণ্ডল ও শুভদীপ মণ্ডল। ছেলের পায়ে সুইসাইড নোট পাওয়া গিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। বয়ান রেকর্ড করা হচ্ছে গৃহকর্তার। গোটা এলাকায় শোকের ছায়া।
জানা গিয়েছে, কল্যাণীর বি ব্লকের বাসিন্দা বছর বাহাত্তরের বিশ্বনাথ মণ্ডল বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। বেশ কয়েক বছর আগেই অবসর নেন তিনি। বিশ্বনাথবাবুই পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি। তাঁর অবসরকালীন ভাতাতেই চলত সংসার। চাকরি পাননি ছেলে শুভদীপ। সম্প্রতি কোলন ক্যানসার ধরা পড়ে বিশ্বনাথবাবুর। তাঁর চিকিৎসায় খরচ হয়ে যায় জমানো টাকাও। আগামী ২১ সেপ্টেম্বর ভেলোরে ক্যানসার বিশেষজ্ঞকে দেখানোর কথা ছিল তাঁর। তারই আগে ঘটে গেলে এই মর্মান্তিক ঘটনা।
এই বিষয়ে বিশ্বনাথ মণ্ডল বলেন, "ছেলে এবং আমার স্ত্রী আমাকে বলছিল যে, তুমি না থাকলে আমরা কী করে বাঁচব? আমি ওদের বুঝিয়েছিলাম, আমার যা বয়স তাতে স্বাভাবিকভাবে হলেও আর ৪-৫ বছর বাঁচব। না হয় ২ বছর কমই বাঁচব। তা নিয়ে চিন্তা করছ কেন? কিন্তু আমার কথায় ওরা খুব একটা আশ্বস্ত হতে পারেনি।" বিশ্বনাথবাবু আরও জানান, মঙ্গলবার সকাল ১০টা নাগাদ তাঁকে জোর করে ব্যাঙ্কে পাঠান তাঁর স্ত্রী। আর তারপরেই আত্মঘাতী হন তাঁরা। শুভদীপের পায়ে পেন দিয়ে লেখা ছিল, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।'
এদিন বিষয়টি জানাজানি হওয়ার পর প্রতিবেশীরাই দ্রুত মা ও ছেলেকে উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনায় পুরোপুরি ভেঙে পড়েছেন বিশ্বনাথবাবু। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন - আবার ভারী বৃষ্টি? আপনার জেলায় আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস