scorecardresearch
 

আজ রাজ্যে হতে পারে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়াও

আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে হতে পারে বৃষ্টি। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

Advertisement
Weather Weather
হাইলাইটস
  • আজ রাজ্যে হতে পারে বৃষ্টি
  • সকালে বৃষ্টিন নামতে পারে দক্ষিণবঙ্গে
  • বইতে পারে ঝোড়ো হাওয়াও

আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে হতে পারে বৃষ্টি। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, পশ্চিমী হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই বৃষ্টির সম্ভাবনা। তবে শুধু আমাদের রাজ্য নয়, পঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতেও হতে পারে বৃষ্টি। উত্তর পূর্বের রাজ্যগুলিতে হতে পারে ভারী বৃষ্টি। 

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও ভারী আবার কোথাও মাঝারি বৃষ্টি হবে। বইতে পারে ঝোড়ো হাওয়া। রয়েছে বজ্র বিদ্যুতের সম্ভাবনাও। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টিতর সতর্কতা জারি হয়েছে। তবে বৃষ্টি কমলেও তাপমাত্রার তেমন হেরফের হবে না। 

আরও পড়ুন : রাজ্যে ২৪ ঘণ্টায় COVID আক্রান্ত প্রায় সাড়ে ১৯ হাজার! বাড়ল মৃত্যুও

আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন গোটা রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

প্রসঙ্গত, রবিবার দুপুরে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়। বেহালায় আবার শিলাবৃষ্টি নামে। মে-মাসের গরমের মাঝে তুমুল বৃষ্টিতে খানিকটা স্বস্তি ফেরে রাজ্যে। 
 

Advertisement