scorecardresearch
 

Train Cancellation: ১৫ দিন ধরে চলবে না ১৪টি লোকাল, হাওড়া-পাঁশকুড়ার যাত্রীদের জন্য বড় খবর

দক্ষিণ-পূর্ব রেল শাখায় হাওড়া এবং পাঁশকুড়ার মধ্যে দুর্ভোগ বাড়বে রেলযাত্রীদের। রবিবার থেকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত হাওড়া-পাঁশকুড়া রুটে ১৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

Advertisement
ছবি: সংগৃহীত। ছবি: সংগৃহীত।
হাইলাইটস
  • দক্ষিণ-পূর্ব রেল শাখায় হাওড়া এবং পাঁশকুড়ার মধ্যে দুর্ভোগ বাড়বে রেলযাত্রীদের।
  • রবিবার থেকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত হাওড়া-পাঁশকুড়া রুটে ১৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
  • বেশ কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেল শাখায় হাওড়া এবং পাঁশকুড়ার মধ্যে দুর্ভোগ বাড়বে রেলযাত্রীদের। রবিবার থেকে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত হাওড়া-পাঁশকুড়া রুটে ১৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকটি লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। 


দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মে পাওয়ার ব্লক-সহ বিভিন্ন কাজের জন্য ৭ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত আপ এবং ডাউন মিলিয়ে ১৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, কয়েকটি লোকাল ট্রেন হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি পর্যন্ত যাবে এবং হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি থেকে ছাড়বে। এর ফলে দুর্ভোগের মুখে পড়তে পারেন নিত্যযাত্রীরা। 

৮টি আপ লোকাল বাতিল

আরও পড়ুন

১. 38303 হাওড়া-মেচেদা লোকাল।

২. 38421 হাওড়া-পাঁশকুড়া লোকাল।

৩. 38425 হাওড়া-পাঁশকুড়া লোকাল।

৪.38435 হাওড়া-পাঁশকুড়া লোকাল।

৫. 38441 হাওড়া-পাঁশকুড়া লোকাল।

৬. 38317 হাওড়া-পাঁশকুড়া লোকাল।

৭. 38449 হাওড়া-পাঁশকুড়া লোকাল।

৮. 38451 হাওড়া-পাঁশকুড়া লোকাল।

ডাউন লাইনে ৬টি লোকাল বাতিল

১. 38308 মেচেদা-হাওড়া লোকাল।

২.38312 মেচেদা-হাওড়া লোকাল।

৩. 38436 পাঁশকুড়া-হাওড়া লোকাল।

৪. ৩৮৪৪০ পাঁশকুড়া-হাওড়া লোকাল।

৫. 38450 পাঁশকুড়া-হাওড়া লোকাল।

৬. 38456 পাঁশকুড়া-হাওড়া লোকাল।

সাঁতরাগাছি পর্যন্ত যাবে 38306 মেচেদা-হাওড়া লোকাল, 38408 পাঁশকুড়া-হাওড়া লোকাল, 38412 পাঁশকুড়া-হাওড়া লোকাল, 38414 পাঁশকুড়া-হাওড়া লোকাল, 38104 উলুবেড়িয়া-হাওড়া লোকাল, 38808 মেদিনীপুর- হাওড়া লোকাল, 38418 পাঁশকুড়া-হাওড়া লোকাল,38422 পাঁশকুড়া-হাওড়া লোকাল, 18034 ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস। 


হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়বে 38403 হাওড়া-পাঁশকুড়া লোকাল, 38103 হাওড়া-উলুবেড়িয়া লোকাল, 38409  হাওড়া-পাঁশকুড়া লোকাল,  38105 হাওড়া-উলুবেড়িয়া লোকাল,38417 হাওড়া-পাঁশকুড়া লোকাল। 
 

Advertisement

Advertisement