scorecardresearch
 

'আফগানিস্তানে গিয়ে তালিবানদের পরামর্শ দিন', অমর্ত্যকে নিশানা শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মধ্যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে বলার পাশাপাশি বিজেকেও নিশানা করেছিলেন অমর্ত্য সেন। তিনি বলেছিলেন, 'এটা ভাবা ভুল যে ২০২৪ সালের নির্বাচন সম্পূর্ণভাবে বিজেপির পক্ষে হবে'। তাঁর মতে, পরবর্তী সাধারণ নির্বাচনে বেশ কয়েকটি আঞ্চলিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তাঁর এহেন মন্তব্যের পর থেকেই লাগাতার বিজেপির আক্রমণের নিশানায় রয়েছেন অমর্ত্য সেন। 

Advertisement
শুভেন্দু অধিকারী ও অমর্ত্য সেন (বামদিক থেকে) শুভেন্দু অধিকারী ও অমর্ত্য সেন (বামদিক থেকে)
হাইলাইটস
  • বিজেপির নিশানায় অমর্ত্য সেন
  • এবার আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী
  • ঠিক যা বললেন বিরোধী দলনেতা...

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) সম্প্রতি বলেছেন, 'দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের'। আর তার প্রেক্ষিতে অমর্ত্য সেনকে লাগাতার নিশানা করে চলেছে বিজেপি। এবার অমর্ত্য সেনকে আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, '২০২১ সালের নির্বাচনের পর বাংলায় হিন্দুদের হত্যা করা হয়েছিল। তখন অমর্ত্য সেন কোথায় ছিলেন? অমর্ত্য সেন পক্ষপাতদুষ্ট এবং তাঁর এমন কথা বলা উচিত নয়। তাঁকে বিদেশেই থাকতে দেওয়া উচিত এবং তাঁর যদি পরামর্শ দিতেই হয় তাহলে তিনি আফগানিস্তানে গিয়ে তালিবানদের পরামর্শ দিন'। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মধ্যে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে বলার পাশাপাশি বিজেকেও নিশানা করেছিলেন অমর্ত্য সেন। তিনি বলেছিলেন, 'এটা ভাবা ভুল যে ২০২৪ সালের নির্বাচন সম্পূর্ণভাবে বিজেপির পক্ষে হবে'। তাঁর মতে, পরবর্তী সাধারণ নির্বাচনে বেশ কয়েকটি আঞ্চলিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তাঁর এহেন মন্তব্যের পর থেকেই লাগাতার বিজেপির আক্রমণের নিশানায় রয়েছেন অমর্ত্য সেন। 

শুভেন্দু অধিকারী বলেন, 'কে অমর্ত্য সেন? কোভিড ১৯-এর সময় তিনি কোথায় ছিলেন? কোভিডের সময় তিনি একজন মানুষকেও সাহায্য করেননি। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসার সময় তিনি কোথায় ছিলেন? ভোট পরবর্তী হিংসায় বিজেপির ৫৭ জন কার্যকর্তার মৃত্যু হয়েছিল, তিনি কোথায় ছিলেন'? শুভেন্দু আরও বলেন, 'অমর্ত্য সেন যখন বলেছেন যে মমতা প্রধানমন্ত্রী হতে পারবেন, তাহলে আমিও বলছি, তাঁর ভবিষ্যদ্বণী সফল হবে না। ২০২৪ সালের ভোটে মোদীজি আরও বেশি আসন পাবেন। আর এই বিষয়ে আমার বিশ্বাস আছে। ভারতে ওনার পরামর্শের দরকার নেই। তিনি বিদেশে থাকতে পারেন এবং নিদের পরামর্শ অন্য দেশকে দিতে পারেন'। 

প্রসঙ্গত ২০২৪ সালের নির্বাচনে কংগ্রেসের ক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন অমর্ত্য সেন। তিনি বলেন, 'কংগ্রেস দুর্বল হয়ে পড়েছে'। অমর্ত্য সেনের কথা, 'আমি জানি না মানুষ কংগ্রেসের ওপর কতোটা ভরসা করবেন। কারণ কংগ্রেস আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে'। 
 

Advertisement

আরও পড়ুন - বুধের গোচরে ভদ্র রাজযোগ, ফেব্রুয়ারির শুরুতেই কপাল খুলতে পারে ৪ রাশির

 

Advertisement