scorecardresearch
 

আজ কাঁথিতে সভা শুভেন্দুর, অভিষেককে পাল্টা জবাব?

রাজনৈতিকমহলে একাংশ অবশ্য মনে করছে, এদিনের সভা থেকে ফের একবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ চলতি ডিসেম্বর মাসের ৩ তারিখ এই কাঁথিতে শুভেন্দু অধিকারীর বড়ির কাছেই  সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুভেন্দু-সহ গোটা অধিকারী পরিবারকে নিশানা করে একের পর এক আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল সাংসদ ৷ সেইদিন আবার অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে সভা করেছিলেন শুভেন্দুও।

Advertisement
শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • কাঁথিতে সভা করবেন শুভেন্দু
  • জবাব দিতে পারেন অভিষেককে
  • নজর রাজনৈতিকমহলের

আজ ২১ ডিসেম্বর। আজই কাঁথিতে সভা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আবাস যোজনা, ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, সন্ত্রাস, খুন, তোলাবাজির অভিযোগ তুলে ও তার প্রতিবাদে বিরোধী দলনেতার এদিনের এই সভা বলে দাবি বিজেপির। কাঁথি রেল স্টেশন সংলগ্ন ময়দানে সভা করতে চলেছে গেরুয়া শিবির।

রাজনৈতিকমহলে একাংশ অবশ্য মনে করছে, এদিনের সভা থেকে ফের একবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ চলতি ডিসেম্বর মাসের ৩ তারিখ এই কাঁথিতে শুভেন্দু অধিকারীর বড়ির কাছেই  সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুভেন্দু-সহ গোটা অধিকারী পরিবারকে নিশানা করে একের পর এক আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল সাংসদ ৷ সেইদিন আবার অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে সভা করেছিলেন শুভেন্দুও। পাল্টা নিশানা করেন অভিষেককে। সেক্ষেত্রে এবার নিজের গড়ে দাঁড়িয়ে শুভেন্দু অভিষেকের সমস্ত কটাক্ষের জবাব দিতে পারেন বলেই বিজেপির একটা সূত্রের খবর।

অন্যদিকে আবার শুভেন্দু অধিকারীর এদিনের সভা নিয়ে পাল্টা ময়দানে নেমে পড়েছেন আরও এক তৃণমূল নেতা কুণাল ঘোষ। প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরেই রাজ্য রাজনীতিতে চলছে 'ডিসেম্বর' তরজা। ডিসেম্বরের তিনটি তারিখের উল্লেখ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছিলেন, 'ওয়েট অ্যান্ড ওয়াচ'। তাঁর উল্লেখ করা তারিখগুলি ছলি ১২, ১৪, ২১ ডিসেম্বর। এর মধ্যে গত ১২ ডিসেম্বর প্রকাশ্যে এসেছে লালন শেখের রহস্যজনক মৃত্যুর খবর। তাকপর ১৪ ডিসেম্বর ঘটে যায় আসানসোলের মর্মান্তিক পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। যা নিয়ে ইতিমধ্যেই শুভেন্দুকে বিঁধতে ছাড়েনি তৃণমূল। আর এবার ২১ ডিসেম্বর। তাই এই সভার আগে রাজ্যবাসীকে কার্যত সতর্কবার্তা দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

মঙ্গলবার তৃণমূলের (TMC) এই নেতা বলেন, '১২ তারিখ সিবিআই হেফাজতে লালন শেখের রহস্য় মৃত্য়ু হল। ১৪ তারিখ কম্বল দিতে গিয়ে নিরীহ লোকদের মেরে দিল। ডিসেম্বরে নাকি রাজ্য়ে সরকার পড়ে যাবে। ফুটো কলসি বাজে বেশি। সবাইকে বলছি, আগামিকাল একটু সাবধানে থাকবেন। আগামিকাল ২১ তারিখ বিজেপি নেতাদের বা বিজেপি-র (BJP) শাখা সংগঠন, এজেন্সি, এদের থেকে দূরে থাকবেন। এরা খুব বিপজ্জনক। ডেট দিয়ে দিয়ে মানুষ মেরে ফেলছে। সবাই ঠাকুর ঠাকুর করে বাড়ি থেকে বেরোবেন।'

Advertisement

আরও পড়ুন - শুক্র থেকে ফের ঊর্ধ্বমুখী পারদ, বড়দিনে কতোটা বাড়বে তাপমাত্রা?

 

Advertisement