scorecardresearch
 

নিয়োগ দুর্নীতি: TMC-র দেবরাজ ফের CBI অফিসে, বললেন, 'ব্যাঙ্কের সব ডকুমেন্ট এনেছি'

দ্বিতীয়বার সিবিআইয়ের ডাকে সাড়া কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর। বুধবার সকাল ১১ টায় কলকাতায় সিবিআই দফতরের নিজাম প্যালেসে হাজিরা দেন বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সীর স্বামী। সিবিআইয়ের ডাকে সাড়া দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন। হাতে সময় কম থাকায় ক্ষমা চেয়ে নেন। বলেন, 'জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আপনাদের সাথে কথা বলব।'

Advertisement
দেবরাজ চক্রবর্তী দেবরাজ চক্রবর্তী
হাইলাইটস
  • দ্বিতীয়বার সিবিআইয়ের ডাকে সাড়া কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর
  • হাতে সময় কম থাকায় ক্ষমা চেয়ে নেন

TMC councillor Debraj Chakraborty: দ্বিতীয়বার সিবিআইয়ের ডাকে সাড়া কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর। বুধবার সকাল ১১ টায় কলকাতায় সিবিআই দফতরের নিজাম প্যালেসে হাজিরা দেন বিধাননগর পুরসভার কাউন্সিলর তথা বিধায়ক অদিতি মুন্সীর স্বামী। সিবিআইয়ের ডাকে সাড়া দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন। হাতে সময় কম থাকায় ক্ষমা চেয়ে নেন। বলেন, 'জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে আপনাদের সাথে কথা বলব।'

নিজাম প্যালেসে প্রবেশের সময় তথ্যের স্পষ্টীকরণ নিয়ে বলেন, "তদন্তের সঙ্গে সম্পর্কিত বিষয়ে কিছু বলব না। তবে ওঁনাদের যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস আমি সবই নিয়ে এসেছি। আমি সহযোগিতা করব। ব্যাঙ্ক সংক্রান্ত ও পার্সোনাল নথিপত্র নিয়ে এসেছি।"

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দেবরাজ এবং কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে সিবিআই। তাঁদের প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে তলব করা হয়েছিল। সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চলে তাঁদের। 

আরও পড়ুন

পরে দেবরাজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে আসার কথা বলে হয়েছিল। ৩১ জানুয়ারি তলব করা হয়েছিল। সেইমতো বুধবার সেই নথি নিয়েই আসেন নিজাম প্যালেসের সিবিআই দফতরে।

গত ৩০ নভেম্বর পুর নিয়োগ দুর্নীতি মামলাতে দেবরাজের বাড়িতে হানা দেয় সিবিআই। 

Advertisement