পুর নিয়োগে দুর্নীতির তদন্তে প্রায় ১২ ঘণ্টা ধরে তল্লাশি শেষে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি থেকে বেরোল ইডির দল। বরানগরের তৃণমূল বিধায়কের একটি মোবাইল ফোন নিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির অভিযান শেষে সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন তাপস। পাশাপাশি, তাঁর দাবি, 'কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নই। রাজনীতিতে আছি বলে এটা হয়েছে।'
কী বললেন তাপস?
ইডির অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তাপস। ইডির হানা প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বলেন, 'যা যা দেখার দেখেছে। তেমন কিছু জিজ্ঞাসা করেনি। নির্দিষ্ট করে কিছু জিজ্ঞাসা করেনি। দুর্নীতি নিয়ে কিছু জানি না কি না জানতে চেয়েছিল। আমি কিছুই জানি না। সে কথা জানিয়েছি। আমার জানার কথাও নয়। কাগজপত্র দেখেছে।'
শুক্রবার সকালে বউবাজারে তাপসের বাড়িতে হানা দেয় ইডির দল। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে একই দিনে শ্রীভূমিতে দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়িতেও অভিযান চালাচ্ছে ইডি। সেই প্রসঙ্গে অবশ্য কিছু বলতে চাননি তাপস। বিধায়ক আরও জানিয়েছেন, তাঁর বাড়ি থেকে কিছু নথি এবং ১টি মোবাইল ফোন নিয়ে গিয়েছে ইডির দল।
বরানগরের বিধায়কের বাড়িতে ইডির হানা নিয়ে রাজ্যের বিরোধী নেতারা সরব হয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'তাপস রায় চুরি করেছে বলে মনে হয় না। আমি ওকে ব্যক্তিগত ভাবে চিনি। এখন ভিড়ের মধ্যে পড়ে যাচ্ছে আর কী। ভিড়ের মধ্যে কেউ কেউ চাপা পড়ে যায়, কেউ যায় না। তাপস রায় ঠিক এই ক্যারেক্টারের লোক বলে আমি মনে করি না। এখন চোরদের সঙ্গে থাকলে কিছু করার নেই। চোরের সঙ্গে থাকলে বদনাম নিতে হবে। সঙ্গ দোষে কিছু করে থাকলে আলাদা বিষয়, তবে আমি তাপস রায়কে যতটুকু চিনি, তাঁর এই ধরনের দুর্নীতি করার সম্ভাবনা কম। এইটুকুই বলে পারি।' বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, 'ব্যক্তি তাপস রায়ের বিরুদ্ধে আগে কোনও দুর্নীতির অভিযোগ ওঠেনি। কিন্তু যে রাজনৈতিক দলের সঙ্গে উনি যুক্ত, যেভাবে অয়ন শীলের কাছে নথিতে নাম এসেছে মন্ত্রী নেতাদের সেখানে তদন্ত দরকার।'