scorecardresearch
 

Bengal Heatwave Alert: আরও বাড়বে গুমোট গরম, জুনের শুরুতেই বাংলার ৯ জেলায় তারপ্রবাহের সতর্কতা

বিক্ষিপ্তভাবে হলেও গত সপ্তাহে নিয়মিত ঝড়-বৃষ্টিতে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম কিছুটা কমেছিল। তবে রবিবার বিকেল থেকে বিরতিতে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট কমেছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। বাড়তে পারে গরমের দাপট। সেইসঙ্গে জুনের শুরু থেকেই ফের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়।

Advertisement
কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা? কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা?

বিক্ষিপ্তভাবে হলেও গত সপ্তাহে নিয়মিত ঝড়-বৃষ্টিতে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম কিছুটা কমেছিল। তবে রবিবার বিকেল থেকে বিরতিতে বৃষ্টি। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট কমেছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। বাড়তে পারে গরমের দাপট। সেইসঙ্গে জুনের শুরু থেকেই ফের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়।

কোন কোন জেলায় তাপপ্রবাহ?
 দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে চলেছে আগামী ৪ দিনে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বৃদ্ধি পাবে পয়লা জুনের পর থেকে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ৪০-এর উপর পৌঁছাবে তাপমাত্রা। ২ তারিখ থেকে বীরভূম , বাঁকুড়া, পুরুলিয়া ,  মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে। ৩ তারিখে এইসব জেলাসহ নদিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।। 

উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে
 উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় উপরের ৫টি জেলায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বুধবার থেকে পরবর্তী চার থেকে পাঁচ দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২ দিনে উত্তর বঙ্গেও ২ ডিগ্রি তাপমাত্রা বাড়বে।  ৩  তারিখ উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

চলতি সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা?
উত্তরবঙ্গে  উপরের ৫  জেলায় হালকা বৃষ্টি চললেও আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। তবে ৩১ তারিখ অর্থাৎ আজ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।

কলকাতায় ঝড়-বৃষ্টি হবে?
 কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। এই তাপমাত্রা আগামী দিনে ৩৯-এর কাছাকাছি উঠবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু'দিনে  বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সামান্য বৃষ্টি হলেও তা হবে শুধুমাত্র সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনায়। আগামী দু'দিনে কলকাতার  তাপমাত্রা বাড়বে এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।

Advertisement

 
 

 

 

Advertisement