scorecardresearch
 

Mamata Banerjee : ১ জানুয়ারি রাজ্যজুড়ে স্টুডেন্টস ডে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

১ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে স্টুডেন্সট ডে পালিত হবে। উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'ছাত্র-ছাত্রীরাই রাজ্যের ও দেশের ভবিষ্যৎ। সেই কারণে তাদের জন্য একটা দিন রাখা দরকার।'

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • ১ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে স্টুডেন্সট ডে পালিত হবে
  • উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • দুয়ারে সরকার নিয়েও ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়

১ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে স্টুডেন্সট ডে পালিত হবে। উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'ছাত্র-ছাত্রীরাই রাজ্যের ও দেশের ভবিষ্যৎ। সেই কারণে তাদের জন্য একটা দিন রাখা দরকার। সেদিন ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বছরের প্রথম দিন উৎসর্গ করা হবে। তারাই আমাদের ভবিষ্যৎ। তাই তাদের জন্যও কিছু করা দরকার।'  

আরও পড়ুন : 'বেশি আশা করলেই নিরাশা,' ডিলারদের বার্তা মমতার

দুয়ারে সরকার 

এদিনের প্রশাসনিক বৈঠক থেকে পরবর্তী দুয়ারে সরকার কবে হবে তার ঘোষণা করেন তিনি। জানান, জানুয়ারি মাস থেকে ফের দুয়ারে সরকার চালু হবে। ১ জানুয়ারি স্টুডেন্টস দিবস পালন হবে। তারপরের দিন থেকে ১০ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার চলবে। এরপর মকর সংক্রান্তি রয়েছে। তাই তখন দুয়ারে সরকার বন্ধ থাকবে। ২০ তারিখ থেকে ফের দুয়ারে সরকার শুরু হবে। তা চলবে ২ ফেব্রুয়ারি গান্ধি জয়ন্তী পর্যন্ত। 

পুরসভা নিয়ে ক্ষুব্ধ মমতা 

উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুরসভার কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভাগুলিতে কাজ ঠিক মতো হচ্ছে না বলে প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের ভৎর্সনা করেন তিনি। পুরসভার পক্ষ থেকে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধে দেখা হচ্ছে না বলে অভিযোগ করে সংশ্লিষ্ট পুর কর্তৃপক্ষকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দেন, 'এভাবে চলবে না। সবাইকে কাজ করতে হবে। মানুষের যেন কোনও অসুবিধা না হয়।'

আরও পড়ুন : মেলেনি চাকরি, 'চপ শিল্প' খুললেন M.A পাশ যুবক

কোথায় কী কাজ বাকি আছে, মানুষের কী অসুবিধে হচ্ছে এসব নিয়ে  রিপোর্টও তলব করেন তিনি। বলেন, 'আমার সব পুরসভার রিপোর্ট দরকার। আকাশের দিকে তাকিয়ে চললে হবে না। মাটির দিকে তাকিয়ে কাজ করুন। কাজ না করলে পরে অসুবিধেয় পড়বেন। আর কাজ না করলে তার ব্যবস্থা নেওয়া হবে।' 

Advertisement

পুর প্রশাসনের কর্তাদের সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'সবার সঙ্গে কথা বলুন। মানুষের পাশে দাঁড়ান। সবাই সক্রিয় হন। বসে থাকলে চলবে না। জনগণের জন্য কাজ করতে হবে।'

Advertisement