scorecardresearch
 

ভয়াল করোনা: রাজ্যে আক্রান্ত প্রায় ২০ হাজার, মৃত ১২৭

পশ্চিমবঙ্গে আরও ভয়াল চেহারা নিল করোনা। আগের সব রেকর্ড ভেঙে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হল প্রায় ২০ হাজার। মৃত্যু হয়েছে ১০০ জনেরও বেশি রোগীর।

Advertisement
Corona Corona
হাইলাইটস
  • বাংলায় বাড়ছে করোনার সংক্রমণ
  • আজ নতুন করে আক্রান্ত প্রায় ২০ হাজার

পশ্চিমবঙ্গে আরও ভয়াল চেহারা নিল করোনা। আগের সব রেকর্ড ভেঙে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হল প্রায় ২০ হাজার। মৃত্যু হয়েছে ১০০ জনেরও বেশি রোগীর। 

রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আজ শনিবার রাজ্যে নতুন করে করোনায় সমক্রমিত হয়েছেন ১৯ হাজার ৪৩৬ জন। মারা গিয়েছেন ১২৭ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯ লাখ ৭৩ হাজারেরও বেশি। করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ২০৩ জনের। রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা রোগীর সংখ্যা  ১ লক্ষ ২৫ হাজার ১৬৪।

আরও পড়ুন :  অক্সিজেনের সমস্যা মেটাতে টাক্সফোর্স গঠন সুপ্রিম কোর্টের

সংক্রমণের তালিকায় জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৩ হাজার ৯৮২ জন। মৃত্যু হয়েছে ৩৯ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। সেখানে আক্রান্ত ৩ হাজার ৯৬১। মৃত্যু হয়েছে ৩৪ জনের।

এই ২ জেলার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূমেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সবথেকে বেশি আক্রান্ত মালদা ও দার্জিলিঙে। তবে কোচবিহার, জলপাইগুড়ি, দুই দিনাজপুরেও বাড়ছে সংক্রমিতের সংখ্যা। 

Advertisement