scorecardresearch
 

বাংলায় করোনা রোগে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়াল

বাংলায় করোনা রোগে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়াল। নতুন করে আক্রান্ত থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেশি হলেও তার ব্যবধান খুবই কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। সমান্য বেড়েছে সুস্থতার হার। 

Advertisement
বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়াল (প্রতীকি ছবি) বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়াল (প্রতীকি ছবি)
হাইলাইটস
  • বাংলায় করোনা রোগে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়াল
  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের
  • এখনও পর্যন্ত রাজ্যে ৫ লক্ষ ২ হাজার ৮৪০ জন মানুষ আক্রান্ত

বাংলায় করোনা রোগে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছাড়াল। নতুন করে আক্রান্ত থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেশি হলেও তার ব্যবধান খুবই কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। সমান্য বেড়েছে সুস্থতার হার। 

রবিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিন জানাচ্ছে, এখনও পর্যন্ত রাজ্যে ৫ লক্ষ ২ হাজার ৮৪০ জন মানুষ করোনা রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৪ লক্ষ ৭০ হাজার ২৩০ জন। এখনও পর্যন্ত করোনা সংক্রমণের ফলে রাজ্যে ৮ হাজার ৭২৩ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৬ জনের। 

স্বাস্থ্য দফতর জানাচ্ছে, করোনা আক্রান্ত রোগীদের সুস্থতার আর সামান্য বেড়েছে। এদিনের বুলেটিনে জানানো হয়েছে, রাজ্যে সুস্থতার হার ৯৩.৫১ শতাংশ। শনিবার তা ছিল ৯৩.৪৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। ওই জেলার ১৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এরপর রয়েছে কলকাতা। সেখানে মৃতের সংখ্যা ১০। এখনও পর্যন্ত কলকাতায় সব থেকে বেশি অ্যাক্টিভ কেস রয়েছে। সেখানে ৫ হাজার ৯৪৮টি অ্য়াক্টিভ কেস রয়েছে। এই দুই জেলা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর।

দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা এক থাকছে। মাঝে মাঝেই তা কমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন চিকিৎসকদের একাংশ। স্বাস্থ্য দফতরের বুলেটিন থেকেও সে কথা জানা যাচ্ছে। শনিবার ৪৪ হাজার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। রবিবার তা কমে গিয়েছে। এদিন ৪৪ হাজার ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এখনও পর্যন্ত রাজ্যে মোট ৬১ লক্ষ ৩৫ হাজার ৮৫৪ জন মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। 

Advertisement

করোনা আক্রন্ত রোগীদের জন্য চিকিৎসার জন্য হাসপাতাল ছাড়াও রয়েছে সেফ হোম। এগুলি খুলেছে রাজ্য সরকার। এখন রাজ্যে ২০০টি সেফ হোম রয়েছে। সেখানে ১১ হাজার ৫০৭টি শয্যা রয়েছে। এবং সেখানে ৬১৫ জনের চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত ১০ লক্ষ ৮২ হাজার ৪৩৭ জন হোম কোয়ারান্টিনে ছিলেন। এখন রয়েছেন ৮৭ হাজার ৯৯ জন।

Advertisement