scorecardresearch
 

'ভোটে জিততে জন্য ৫০ লাখ মানুষকে ভাসিয়েছেন মুখ্যমন্ত্রী': শুভেন্দু

রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য DVC-কে দায়ি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যান মেড তত্ত্ব খাড়া করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ ওড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, এই বন্যার জন্য দায়ী রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।

Advertisement
মমতা ও শুভেন্দু মমতা ও শুভেন্দু
হাইলাইটস
  • রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য DVC-কে দায়ি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ ওড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
  • বন্যার জন্য মমতাকেই দায়ী করলেন তিনি

রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য DVC-কে দায়ি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ম্যান মেড তত্ত্ব খাড়া করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ ওড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, এই বন্যার জন্য দায়ী রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের নোনাকুড়ি বাজারে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে BJP-র উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা। সেখানেই এই অভিযোগ করেন শুভেন্দু। 

আরও পড়ুন : গান্ধির জন্মদিনে ট্রেন্ড 'গডসে জিন্দাবাদ', কড়া জবাব বরুণ গান্ধির

তিনি বলেন, 'বর্ষার আগে বিভিন্ন  খাল খননের যে কাজ চলে, সেইগুলি এবছর করানো হয়নি রাজ্য সরকারের তরফে। কারণ,  মুখ্যমন্ত্রী ভাতা দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন। সেখানে কোটি কোটি টাকা খরচ করেছেন। তাই বন্যার দিকে নজর দেননি। তিনিই সম্পূর্ণভাবে দায়ী।' 

ভবানীপুর উপনির্বাচনের প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু আরও বলেন, 'ভবানীপুর উপ-নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন। তিনি নিজের গদি বাঁচানোর জন্য অন্য কোনওদিকে নজর দেননি। সেই কারণে ৫০ লাখ মানুষ ভেসেছে।' 

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, DVC-র ছাড়া জলের জন্যই রাজ্যে বন্যা পরিস্থিতি। সেই অভিযোগ নাকচ করে শুভেন্দুর পাল্টা দাবি, 'যেসব এলাকায় বন্যা হয়েছে, তার কারণ বাঁধ ভেঙে যাওয়া। DVC-র জল ছাড়ার জন্য এই ঘটনা ঘটেনি। পটাশপুর ও সবং জলের তলায়। এই সরকারের আর কিছু নেই। আমি মন্ত্রী থাকাকালীন খাল সংস্কার করেছিলাম। আর এই সরকার শুধু ভোট ব্যঙ্কের রাজনীতি করেছে। আর দান-খয়রাত করেছে।' 

আরও পড়ুন : MI vs DC- IPL 2021 : মুম্বইয়ের হার, ছক্কা মেরে দিল্লিকে জেতালেন অশ্বিন


প্রসঙ্গত, এদিন আকাশপথে রাজ্যের বিভিন্ন বন্যা-কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। আরামবাগের কালীপুরে যান। সেখানে জলে নেমে দূর থেকেই বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন। তারপরই সংবামাধ্যমের সামনে বলেন, 'একদিন আসবে এমন যে DVC-র থেকে আমাদের ক্ষতিপূরণ চাইতে হতে পারে। এবার তো চারবার জল এসেছে। সব টাকা জলেই চলে যাচ্ছে। আর মানুষের তো ক্ষতি হচ্ছে।'

Advertisement

Advertisement