scorecardresearch
 

West Bengal Jobs: স্বাস্থ্য ও খাদ্য দফতরে প্রায় ১২ হাজার নিয়োগ রাজ্যের, রইল বিস্তারিত

West Bengal Government Jobs: রাজ্যের স্বাস্থ্য দফতরে আংশিক চুক্তি ভিত্তিক সাড়ে ১১ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার, আজ নবান্নে মন্ত্রী সভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এ ছাড়াও খাদ্য দফতরে ৩৪২ জনকে চুক্তির মাধ্যমে নেওয়া হবে। এরফলে আগামী দিনে রাজ্যে বেশকিছু কর্মসংস্থান হবে বলে আশা করা যায়।

Advertisement
নবান্ন/ প্রতীকী ছবি নবান্ন/ প্রতীকী ছবি
হাইলাইটস
  • রাজ্যের স্বাস্থ্য দফতরে আংশিক চুক্তি ভিত্তিক সাড়ে ১১ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার
  • সোমবার, আজ নবান্নে মন্ত্রী সভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
  • তিনি বলেন এ ছাড়াও খাদ্য দফতরে ৩৪২ জনকে চুক্তির মাধ্যমে নেওয়া হবে

West Bengal Government Jobs: রাজ্যের স্বাস্থ্য দফতরে আংশিক চুক্তি ভিত্তিক সাড়ে ১১ হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার, আজ নবান্নে মন্ত্রী সভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, এ ছাড়াও খাদ্য দফতরে ৩৪২ জনকে চুক্তির মাধ্যমে নেওয়া হবে। এরফলে আগামী দিনে রাজ্যে বেশকিছু কর্মসংস্থান হবে বলে আশা করা যায়।

এদিনের বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, নয়াচরের জমি হাতে এলেই সোলার পাওয়ার, ফিশি কালচার ঘোষণা করবে সরকার। এছাড়াও, শহর ও গ্রামাঞ্চলে স্বাস্থ্য উন্নয়নের যে প্রকল্প গুলি চালু হয়েছে তাতে তাদেরকে নিয়োগ করা হবে। খাদ্য দফতরের ডেটা(Data) এন্ট্রি অপারেটর হিসেবে নিয়োগ করা হবে ৩৪২ জনকে। ১৫ তম ফিনান্স হেলথ কমিশন গ্রান্টের অধীনে ১১ হাজার ৫৫১ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য দফতরে চুক্তি ভিত্তিতে এই নিয়োগ হবে। অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রকল্পে চুক্তির ভিত্তিতে তাঁদের নিযুক্ত করা হবে। আরও পড়ুন, সোমবার থেকে শিয়ালদহ শাখায় অতিরিক্ত স্টপেজ, জানুন স্টেশন ও সময়

রাজ্যে আইএস এবং আইপিএসের সংখ্যা কম। ডব্লুবিসিএস ও ডব্লুবিপিএস -এর সংখ্যা বাড়ানোর জন্য একটি কমিটি গঠন হয়। এছাড়াও, সীমান্ত লাগোয়া ট্রাক টার্মিনালগুলি অধিগ্রহণ করছে সরকার। সেই টার্মিনাল কর্মীদের নিয়োগ করা হবে। 

শুধু তাই নয়, ২০২১-এ বজ্রপাতের জেরে মৃত্যু হয়েছিল যে ২০ জনের, তাদের প্রত্যেকের পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

Advertisement