প্রাথমিক গণনায় বিজেপির থেকে অনেকগুলি আসনে এগিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।
আজতককে তিনি বলেন, 'কোনও কোনও জায়গায় তৃণমূলের সঙ্গে সমঝোতা করেছে কংগ্রেস দল। সেই সব জায়গায় কংগ্রেসকে মাঠে দেখা যায়নি। ফলে সেই সব আসনে সুবিধা পেতে পারে তৃণমূল কংগ্রেস।' দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকে বলতে শুরু করেছেন, তাহলে কি ভোটে খারাপ ফল হবে বলে ধরেই নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি?
আরও পড়ুন : Early Trends: পশ্চিমবঙ্গে এগিয়ে তৃণমূল, কেরলে বাম, অসমে বিজেপি
যদিও দিলীপ ঘোষ এই প্রশ্নকে আমল দেননি । তিনি এখনই ফলাফল নিয়ে কিছু বলতে চাননি। তিনি জানিয়েছেন, তাঁদের দলই ক্ষমতায় আসবে এই বিষয়ে তিনি আশাবাদী। ভোটের ফলাফল দেখার জন্য তিনি আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করবেন। তারপরই যা বলার বলবেন।
প্রসঙ্গত, ভোট শুরুর সময় থেকে রাজ্যে তাঁর দল ২০০-রও বেশি আসন পাবেন বলে দাবি করেছিলেন দিলীপ ঘোষ। তবে সকাল থেকে প্রাথমিক গণনার যে তথ্য সামনে এসেছে তাতে দেখা গিয়েছে, বিজেপি-কে পিছনে ফেলে দিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল নেতারা বলছেন, এখন জয় শুধু সময়ের অপেক্ষা। তবে গেরুয়া শিবির এখনই তা মানতে নারাজ। যেমন কৈলাস বিজয়বর্গীয়র দাবি, তাঁরাই ক্ষমতায় আসবেন।