scorecardresearch
 
Advertisement

Bengal Rainfall Updates: শেষের পথে তাপপ্রবাহ, ঠিক কখন থেকে ঝেঁপে বৃষ্টি ? জানুন পূর্বাভাস

Bengal Rainfall Updates: শেষের পথে তাপপ্রবাহ, ঠিক কখন থেকে ঝেঁপে বৃষ্টি ? জানুন পূর্বাভাস

দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পরিস্থিতি প্রায় শেষের পথে। আজ কেবলমাত্র পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তীব্র তাপ্রবাহের সর্তকতা থাকছে। আগামী ৬ থেকে ৮ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি কমতে পারে। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়াবে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও চলবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ৫ তারিখ থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়াবে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টি সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ৪ থেকে ৬ ডিগ্রি কমবে তাপমাত্রা। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেও ৬ থেকে ৭ তারিখের মধ্যে একটু বেশি বৃষ্টি হবে। সঙ্গে দমকা হওয়ারও প্রভাব থাকবে। পাশাপাশি মৎস্যজীবীদের আগামী ৬ থেকে ৮ তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়।

Latest Weather Update Of West Bengal

Advertisement