scorecardresearch
 
Advertisement
বিশ্ব

১০০% কার্যকর? জরুরি ভিত্তিতে ভ্যাকিসনের অনুমোদন চাইল Moderna

Corona Vaccine
  • 1/9

নিজেদের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন করোনার সংক্রমণ প্রতিরোধে ৯৪.১ শতাংশ কার্যকর এবং এর মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে ট্রায়ালের চূড়ান্ত ফলাফলে জানিয়েছে মার্কিন কোম্পানি মোদার্না।

Corona Vaccine
  • 2/9

সংস্থাটির দাবি অত্যধিক ঝুঁকিপূর্ণ রোগীর উপর এই টিকা ১০০ শতাংশ কাজ করে।  এর মারাত্মক কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলেও পরীক্ষার চূড়ান্ত ফলাফলে দেখা গিয়েছে। 

Corona Vaccine
  • 3/9

ভ্যাকসিনটি নিয়ে শেষ ধাপের ট্রায়ালের চূড়ান্ত ফলাফল আসতেই  জরুরি ব্যবহারের অনুমোদন পেতে সোমবারই যুক্তরাষ্ট্র ও ইউরোপিয় ইউনিয়নের কাছে জরুরি ভিত্তিতে ব্যবহারের আর্জি জানাল  মোদার্না।

Advertisement
Corona Vaccine
  • 4/9

গত কয়েক সপ্তাহ আমেরিকার পাশাপাশি সমগ্র ইউরোপের দেশগুলিতেই ফের জাঁকিয়ে বসেছে মারণ করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা।  আর এই পরিস্থিতির কথা মাথায় রেখেই জরুরি ভিত্তিতে ভ্যাকসিন ব্যবহারের আবেদন ছাড়পত্র চাইছে মোদার্না।

Corona Vaccine
  • 5/9

যুক্তরাষ্ট্রে শিগগিরই অনুমোদন পাওয়ার বিষয়ে আশাবাদী  মোদার্না। মার্কিন প্রতিষ্ঠানটি বলছে, ৩০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর চালানো পরীক্ষার তথ্য রয়েছে তাদের হাতে। এসব স্বেচ্ছাসেবীর মধ্যে রয়েছেন বয়স্কদের মতো উচ্চ-ঝুঁকির মানুষেরাও। তাদের ওপরও এই ভ্যাকসিনটি কার্যকর বলে দাবি করা হয়েছে।
 

Corona Vaccine
  • 6/9

অনুমোদন চেয়ে আবেদন করলেও মোদার্নার পরীক্ষার পূর্ণ তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে  আশা করা হচ্ছে শিগগিরই এই পরীক্ষার ফলাফল জার্নালে প্রকাশ করা হবে।
 

Corona Vaccine
  • 7/9

যুক্তরাজ্য মোদার্নার ভ্যাকসিনের ৭০ লাখ ডোজ কেনার জন্য চুক্তি করেছে ইতিমধ্যে।  এর মধ্যে পাঁচ লাখ কোম্পানিটি যখন প্রাথমিক ফলে ৯৪.৫% কার্যকরের কথা জানায় তখন। বাকিটার জন্য চুক্তি করেছে গত সপ্তাহেই।

Advertisement
Corona Vaccine
  • 8/9

বিশ্বজুড়ে বিভিন্ন কোম্পানি মোদার্নার  ভ্যাকসিন ক্রয়ে চুক্তি করলেও সবার আগে এই ভ্যাকসিন পাবে যুক্তরাষ্ট্র। এই বছরই যুক্তরাষ্ট্রে দুই কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের বিষয়ে আশাবাদী কোম্পানিটি।

Corona Vaccine
  • 9/9

ফাইজার ও জার্মান বায়োএনটেকের মতো মোদার্না  ভ্যাকসিনও পরীক্ষামূলক আরএনএ প্রযুক্তিতে তৈরি। ফাইজার-বায়োএনটেকের যৌথভাবে তৈরি ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে এর আগেই জানানো হয়েছে।

Advertisement