scorecardresearch
 
Advertisement
বিশ্ব

Pfizer vaccine-এর কার্যকারীতা নিয়ে প্রশ্ন! টিকা নিয়েও করোনা আক্রান্ত নার্স

Pfizer vaccine
  • 1/6


চলতি মাসেই জরুরি ভিত্তিতে ফাইজারের টিকা ব্যবহারে অনুমতি দেয় মার্কিন প্রশাসন। সেইমতো  কিছুদিন হল মার্কিন মুলুকে শুরু হয়েছে করোনার টিকাকরণ। এর মধ্যেই ঘটল বিপত্তি। ফাইজার ভ্যাকসিন  নেওয়ার পরই করোনা আক্রান্ত হলেন ক্যালিফোর্নিয়ার এক নার্স! 

Pfizer vaccine
  • 2/6

মার্কিন যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে ভ্যাকসিন গ্রহণের ছয় দিন পর ওই নার্সের শরীরে নভেল করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়া শুরু করে। এর দুদিন পর তাঁর করোনা পরীক্ষা করা হলে ধরা পড়ে  মারণভাইরাসের অস্তিত্ব। ওই নার্স ফাইজার কম্পানির করোনার টিকা নিয়েছিলেন। 

Pfizer vaccine
  • 3/6

চলতি মাসের ১৮ তারিখ ৪৫ বছর বয়সী নার্স ম্যাথু ফাইজার কম্পানির তৈরি ভ্যাকসিন গ্রহণ করেন। ইঞ্জেকশন নেওয়ার পর হাতে ওইদিন ব্যথা থাকলেও অন্য কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। কিন্তু বড়দিনের দিন কাজ শেষ করে বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন ম্যাথু ডাব্লু। ২৬ তারিখ স্থানীয় হাসপাতালে গিয়ে করোনার পরীক্ষা করালে ধরা পড়ে ভাইরাস।

Advertisement
Pfizer vaccine
  • 4/6


ফাইজারের টিকা নেওয়ার পর মার্কিন মুলুকে বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন সম্প্রতি। অ্যালার্জি সহ কয়েক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার হদিশ মিলেছে। 

Pfizer vaccine
  • 5/6

সান দিয়াগোর ফ্যামিলি হেলথ সেন্টারের ডা. ক্রিস্টিয়ান রামার্স অবশ্য  বলেছেন, ‘এটি মোটেই অপ্রত্যাশিত নয়। আপনি যদি কাজ করেন আর কারো মুখোমুখি হন তাহলে আমরা হুবহু এমনটিই প্রত্যাশা করি। তিনি জানান, ম্যাথু টিকা গ্রহণের আগেই হয়তো সংক্রমিত হয়েছিল।‘‌
 

Pfizer vaccine
  • 6/6

ডা. ক্রিস্টিয়ান রামার্স আরো বলেন, ভ্যাকসিন ট্রায়ালের সময়ও দেখা গেছে ভ্যাকসিন দেওয়ার পর ১০ থেকে ১৪ দিন সময় লাগে সুরক্ষা বলয় তৈরি হতে। এর পরেও রোগীর ১০ থেকে ১৪ দিন পরে দ্বিতীয় ডোজ দরকার হয় পুরো নিরাপত্তার জন্য। প্রথম ডোজে ৫০ শতাংশ নিরাপত্তা দিলেও দ্বিতীয় ডোজের পরে এটি ৯৫ শতাংশ পর্যন্ত প্রতিরোধক্ষমতা গড়ে তুলতে পারে।

Advertisement