তালিবানরা আফগানিস্তান দখলের পর থেকেই হিংসা আর বিদ্রোহ দেখা দিয়েছে সে দেশে। শুক্রবার তার মাত্রা যেন আরও বাড়ল। রাজধানী কাবুলেও সেই ছবি ধরা পড়েছে। আর কী কী হল, দেখে নেওয়া যাক
তালিবানবিরোধী লড়াই
এই পরিস্থিতির মধ্যে তালিবানবিরোধীরা কয়েকজন তালিবানকে মেরে দিয়েছে বলে জানা যাচ্ছে। এবং তারা ৩টি জেলাকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট
বলা যেতে সে দেশে এক কঠিন উদ্ধারের কাজ করেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এবং আমেরিকার সেনা। আর উদ্ধার করা গিয়েছে ১৩ হাজার মানুষকে। আফগান মাটি থেকে আমেরিকা সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। সে দেশ থেকে মানুষকে সরিয়ে আনার কাজে এগিয়ে এসেছে ন্যাটো-ও।
এখন আফগানিস্তানে রয়েছে ৫,২০০ মার্কিন সেনা। তাঁরা উদ্ধারের কাজে সাহায্য করছেন।
১০টি গুরুত্বপূর্ণ ঘটনা
১) তালিবানদের হাত থেকে ৩ জেলা পুনর্দখল
খয়ের মহম্মদ আন্দারাবির নেতৃত্বে গড়ে উঠেছে প্রতিরোধ। পোল-ই-হেসার, ডেহ সালাহ এবং বানু জেলাকে তারা নিজেদের দখলে নিয়ে নিতে পেরেছে।
#Breaking
— Aśvaka - آسواکا News Agency (@AsvakaNews) August 20, 2021
Pol-e-Hesar, Deh Salah and Banu districts in #Baghlan provinces have been captured by the Public’s Resistance Forces, & a number of Taliban killed & injured.
Local reporters from Baghlan pic.twitter.com/tW1ENliWOK
২) ভারতীয় দূতাবাসে তালিবান হানার ঘটনা অস্বীকার
কন্দাহার এবং হেরাটে ভারতীয় কনসুলেটে তালিবান হামলা চালিয়েছে বলে খবর। তবে কাবুল দূতাবাসের কর্মীরা তা অস্বীকার করেছেন।
Public’s Resistance Forces under Khair Muhammad Andarabi claim that they have captured Pol-e-Hesar, Deh Salah and Banu districts in #Baghlan and advancing towards other districts. They are saying that the Taliban did not act in the spirit of a general amnesty. #Taliban pic.twitter.com/AS8isXlwNC
— Aśvaka - آسواکا News Agency (@AsvakaNews) August 20, 2021Advertisement
৩) প্রতি তৃতীয় আফগান রয়েছেন খাদ্য সঙ্কটে: রাষ্ট্রপুঞ্জ
যুদ্ধ, খরার কারণ সে দেশের প্রতি তৃতীয় নাগরিক খাদ্য সঙ্কটে রয়েছেন। জানাচ্ছে রাষ্ট্রপুঞ্জ।
৪) আরও দ্রুত উদ্ধারের আর্জি ন্যাটোর
তালিবান-রাজ কায়েম হওয়ার পর কাবুল ১৮ হাজার মানুষ পালিয়ে গিয়েছেন। জানিয়েছে ন্যাটো। সে কাজে আরও গতি আনার কথা জানিয়েছে তারা।
The only way out: Desperate scenes from the Kabul airport https://t.co/UY6KYZMBbu pic.twitter.com/kVZwD8h2CS
— Reuters Pictures (@reuterspictures) August 19, 2021
৫) কাবুল এয়ারলিফ্ট 'সবথেকে কঠিন': বাইডেন
মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন জানিয়েছেন, ১৩ হাজার মানুষকে সেখান থেকে বের করে আনা হয়েছে। এটা সবথেকে কঠিন কাজ ছিল।
৬) সাংবাদিকের আত্মীয়কে খুন
এক জার্মান সাংবাদিকের আত্মীয়কে খুন করেছে তালিবান। তাঁর আর এক আত্মীয় গুরুতর জখম।
৭) পপস্টার আরিয়ানা দেশ ছেড়েছেন
আফগান পপতারকা আরিয়ানা সইদ দেশ ছেড়ে চলে গিয়েছেন। পরে সোশাল মিডিয়ান পোস্ট করেছেন।
৮) আফগান ক্রিকেট বোর্ডের অফিসে তালিবান
আফগান ক্রিকেট বোর্ডের সভাপতি হামিদ শিনওয়ারি জানান, কাবুল দখল করে নিলেও খেলা নিয়ে কোনও সমস্যা নেই। এদিকে, এক ছবিতে দেখা যাচ্ছে, তালিবানরা বোর্ডের অফিসে ঢুকছে।
৯) আফগান পতাকা দেখানোর জন্য...
আফগান পতাকা গাড়িতে লাগানোর জন্য এক ব্যক্তির ওফর চড়াও হয় তালিবান। একটি ভিডিওতে সে দৃশ্য দেখা গিয়েছে।
১০) সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত
সে দেশে সরকারি গঠন নিয়ে ৩১ অগাস্টের আগে কোনও সিদ্ধান্ত হবে না। ওই সময় মার্কিন সেনা সরে যাওয়ার কথা