Air Pollution in India: সারা দুনিয়া আবহাওয়া পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে উদ্বেগে। এর জেরে মানুষ সমস্যা পড়েছেন। আর এরই মাঝে এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই বা AQLI)-এর এক রিপোর্ট উদ্বেগ আরও বাড়িয়ে দিল।
কী বলা হচ্ছে সেখানে
ওই রিপোর্টে বলা হয়েছে, বায়ু দূষণের কারণে ৪০ শতাংশ ভারতীয়র আয়ু ৯ বছর কমে যেতে পারে। এমনই আশঙ্কা করা হয়েছে। দেশের মধ্য, পূর্ব এবং উত্তর অংশের প্রায় ৪৮ কোটি মানুষের ওপর প্রভাব পড়তে পারে। ওই রিপোর্ট তৈরি করেছে এনার্জি পলিসি ইন্সটিটিউট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ চিকাগো (এপিক বা EPIC)। সেখানে বলা হয়েছে, ভারতে বায়ুদূষণ এলাকা ধরে ধরে বেড়েছে।
অন্য একটি সমীক্ষা
তবে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রাম (এনএসিপি) জানাচ্ছে, দেশের মানুষের গড় আয়ু ১.৭ বছর বাড়তে চলেছে। এবং দিল্লিতে সেই সংখ্যা ৩.১। তারা দূষণ কমানোর জন্য কাজ করছে। ২০২৪ সালের মধ্যে ১০২টি সবথেকে বেশি দূষিত শহরের দূষণ ২০-৩০ শতাংশ কমিয়ে ফেলার লক্ষ্য নেওয়া হয়েছে।
কোন পথে সমাধান?
ঠিক করা হয়েছে, কারখানার দূষণ এবং গাড়ির ধোঁয়ার পরিমাণ কমাতে হবে। এর পাশাপাশি গাড়ির জ্বালানির ক্ষেত্রে কড়া নিয়ম আনা হবে। ধুলোকণা থেকে দূষণ কমানো নিয়েও ব্যবস্থা নেওয়া হবে। এ ব্য়াপারে পর্যবেক্ষণে বিশেষ জোর দেওয়া হবে।
বায়ু দূষণের কুফল
ওই রিপোর্টে বলা হচ্ছে, বায়ু দূষণের কারণে দুনিয়ার মানুষের গড় আয়ু ২.২ বছর কমে যাচ্ছে। সেখানে আরও বলা হচ্ছে বায়ু দূষণ ধূমপান, গাড়ি দুর্ঘটনা, এইচআইভি বা এডসের থেকেও ভয়ঙ্কর।
দূষণ কমালে
বায়ু দূষণ কমালে দেশের মানুষের গড় আয়ু ৫.৯ বছর বেড়ে যেতে পারে। নেপাল এবং বাংলাদেশের মানুষের আয়ু বাড়তে পারে ৫.৪ বছর, পাকিস্তনের বাড়তে পারে ৩.৯ বছর।
দূষণের কারণ
বায়ু দূষণের মূল কারণ জৈব জ্বালানি। মানে কয়লা পুড়িয়ে সেখান থেকে শক্তি উৎপাদন। আর সে কারণেই বাড়ছে দূষণ।
গ্রিনপিসের রিপোর্ট
এর আগে গ্রিনপিস একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে বলা হয়েছিল, করোনার কারণে লকডাউন ছিল। আর সেই কারণে গাড়িঘোড়া কম চলাচল করেছে। তবে তারপরও বেশ কয়েকটি রাজ্য বায়ু দূষণের জ্বালায় ভুগেছে। দিল্লিতে ২০২০ সালের এপ্রিল মাসের তুলনায় ২০২১ সালের এপ্রিল মাসে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ বেড়েছে ১২৫ শতাংশ।