scorecardresearch
 

এবার চিন-তাইওয়ান যুদ্ধ? মিসাইল হানার দাবি বেজিংয়ের

মার্কিন সিনেটের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে একদিন পরে এই মহড়া চালিয়েছে চিন। রয়টার্সের তথ্য অনুযায়ী, চিনের সামরিক বাহিনী তাইওয়ান প্রণালীকে বিভক্তকারী মধ্যরেখায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত একাধিক অনুপ্রবেশ চালিয়ছে। 

Advertisement
চিনের সামরিক মহড়া চিনের সামরিক মহড়া
হাইলাইটস
  • ন্যান্সি পেলোসির সফরের পরেই চিনের সামরিক মহড়া
  • রাতভর অনুপ্রবেশ
  • যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাইওয়ান

তাইওয়ানের বিরুদ্ধে ইতিমধ্যেই সামরিক মহড়া শুরু করে দিয়েছে চিন। এবার তাইওয়ান দ্বীপের আশেপাশের জলসীমা ও আকাশ সীমায় গুলি চালাল চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA)। বৃহস্পতিবার তাইওয়ান প্রণালীতে "নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা" চালানোর দাবি করেছে চিন। PLA-এর সামরিক মহড়া এই অঞ্চলের উত্তজনা বিগত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে। 

মার্কিন সিনেটের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে একদিন পরে এই মহড়া চালিয়েছে চিন। রয়টার্সের তথ্য অনুযায়ী, চিনের সামরিক বাহিনী তাইওয়ান প্রণালীকে বিভক্তকারী মধ্যরেখায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত একাধিক অনুপ্রবেশ চালিয়ছে। 

 

এই প্রসঙ্গে, তাইওয়ানের আধিকারিকরা জানাচ্ছেন, এই মহড়া জাতিসংঘের নিয়ম লঙ্ঘন করছে। তাইওয়ানের আঞ্চলিক স্থানে এই আক্রমণ, মুক্ত বায়ু ও সমুদ্রে নৌচলাচলের জন্য সরাসরি চ্যালেঞ্জ। তাইওয়ানের ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টিকে উদ্ধৃত করে রয়টার্স জানাচ্ছে, "চিন ব্যস্ততম আন্তর্জাতিক জলপথ এবং বিমান চলাচলের রুটে মহড়া চালাচ্ছে, এটি 'দায়িত্বজ্ঞানহীন, অবৈধ আচরণ'।"

এই প্রসঙ্গে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে যে, তারা এই মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সংঘাতের জন্য প্রস্তুত। কিন্তু তারা তা চায় না। জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, তারা সংঘাত না বাড়ানোর মনোভাব নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নীতি বজায় রাখবে। 

প্রসঙ্গত, চিনের ও তাইয়ানের এই দ্বন্দ্ব নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন আন্তর্জাতিকমহল। চিনের আপত্তি সত্ত্বেও তাইওয়ান সফর সারেন মার্কিন সিনেটের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি তাইওয়ান ত্যাগ করার সঙ্গে সঙ্গেই জোরকদমে মহড়ায় নেমেছে চিন। 

আরও পড়ুন'হাল্ক' হতে চেয়ে ইনজেকশন নিতেন এই বডি বিল্ডার, জন্মদিনেই হল মৃত্যু

 

Advertisement