Advertisement

অবৈধ বিল্ডিং নির্মাণ করেছেন সোনু! মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের BMC-র

এবার কাঠগড়ায় অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (Brihanmumbai Municipal Corporation / BMC) তাঁর বিরুদ্ধে মুম্বই পুলিশকে একটি লিখিত অভিযোগ জানিয়েছে। এমনকি অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথাও বলা হয়েছে। বিএমসি-র অভিযোগ, সোনু সুদ অবৈধভাবে নিজের আবাসিক ভবনকে একটি হোটেলে রূপান্তর করেছেন।

সোনু সুদ
Aajtak Bangla
  • মুম্বই,
  • 07 Jan 2021,
  • अपडेटेड 2:03 PM IST
  • এবার কাঠগড়ায় 'গরীবের মসিহা' সোনু সুদ।
  • তাঁর বিরুদ্ধে অভিযোগ আনল BMC।
  • মুম্বই পুলিশের কাছে FIR দায়ের করার অনুরোধ তাঁদের।

এবার কাঠগড়ায় অভিনেতা সোনু সুদ (Sonu Sood)বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (Brihanmumbai Municipal Corporation / BMC) তাঁর বিরুদ্ধে মুম্বই পুলিশকে একটি লিখিত অভিযোগ জানিয়েছে। এমনকি তার সঙ্গে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করার কথাও বলা হয়েছে। বিএমসি-র অভিযোগ করেছে যে সোনু সুদ অবৈধভাবে নিজের আবাসিক ভবনকে একটি হোটেলে রূপান্তর করেছেন। যদিও বিএমসি তাঁকে এ বিষয়ে বেশ কয়েকটি নোটিশ পাঠিয়েছিল। কিন্তু কোনও সাড়া দেননি  অভিনেতা। যার ফলেই বিএমসি এই পদক্ষেপ নিয়েছে বলে শোনা যাচ্ছে। 

অভিনেতা সোনু সুদ এবং তাঁর স্ত্রী সোনালি সুদের বিরুদ্ধে অভিযোগ যে তাঁরা বিনা অনুমতিতে আবাসিক বিল্ডিংকে ব্যবসার জন্যে হোটেল নির্মাণ করেছেন।

সোনু সুদের বিরুদ্ধে বিএমসি-র মামলা 


সোনু সুদ মুম্বইয়ের জুহুতে শক্তি সাগরের একটি বিল্ডিংয়ে থাকেন। এটি একটি ৬ তলা ভবন। একটি আবাসিক, যা একটি হোটেলে রূপান্তরিত করা হয়েছে বলে অভিযোগ। বিএমসি জানিয়েছে, সোনু সুদ যথাযথ অনুমতি ব্যতীত ভবনটিকে হোটেলে রূপান্তরিত করেছেন। সেই সঙ্গে নিজের ভবনে অন্য অবৈধ নির্মাণও করেছেন তিনি। বিএমসি আরও জানিয়েছে, দুই দফায় পরিদর্শন করা সত্ত্বেও সোনু সুদ কোনও পরিবর্তন করেননি এবং এজন্যেই তাঁদের জুহু থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। সোনু সুদের বিরুদ্ধে এই বিষয়ে অবিলম্বে এফআইআর দায়ের করার অনুরোধ করা হয়েছে বিএমসি-র তরফ থেকে। উল্লিখিত অভিযোগে কে পশ্চিম ওয়ার্ডে বিএমসির বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার মন্দার ওয়াঙ্কাত স্বাক্ষর করেছেন।

জুহু পুলিশ এ বিষয়ে সরকারী তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত সোনুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি।

আরও পড়ুন: প্রাইভেট ছবি ভাইরাল নেট দুনিয়ায়! বেজায় চটলেন অনুষ্কা

সোনু সুদকে বিএমসি-র নোটিশ 

Advertisement


বিএমসি সুত্র অনুসারে, সোনু সুদকে প্রথমে গত ২২ অক্টোবর একটি নোটিশ পাঠানো হয়েছিল এবং তার জবাব দেওয়ার সময়সীমা ছিল ২ নভেম্বর। বিএমসি কর্মকর্তারা বলেছেন যে, সোনু সুদকে এই নোটিশে সাড়া দেওয়ার জন্য একমাস সময় দেওয়া হলেও তিনি তার কোনও জবাব দেননি।

আরও পড়ুন: বাড়িয়েছেন ১২ কেজি ওজন! 'বব বিশ্বাস'-র জন্যে বাংলা প্রশিক্ষণও নিয়েছেন অভিষেক

প্রসঙ্গত, সোনু সুদ পরিচালক ই নিবাসের আসন্ন ছবি 'কিসান'-এ মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি প্রযোজনা করছেন চলচ্চিত্র পরিচালক রাজ শান্দিল্যা। যিনি আয়ুষ্মান খুরানা অভিনীত ২০১৯ সালে কমেডি ছবি 'ড্রিম গার্ল' দিয়ে পরিচালনায় পা রেখেছিলেন। অমিতাভ বচ্চনও টিম 'কিসান'-র জন্যে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও চিরঞ্জীবীর 'আচার্য' ছবিতেও তাঁকে দেখা যাবে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement