scorecardresearch
 

FIR-র পর হোটেল কোয়ারেন্টাইনে আরবাজ-সোহেল-নির্ভান, হবে কোভিড টেস্ট

বিপাকে সলমন খানের (Salman Khan) পরিবার। অভিযোগ সলমনের দুই ভাই, অভিনেতা- প্রযোজক আরবাজ খান (Arbaaz Khan),সোহেল খান (Sohail Khan) ও ভাইপো নির্বান খান (Nirban Khan) কোভিড বিধি মানেননি। ফলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বৃহমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (Brihanmumbai Municipal Corporation / BMC)। FIR-র পরে বিএমসি এবং মুম্বই পুলিশের তরফ থেকে তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তিনজনই বান্দ্রা পশ্চিমের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে রয়েছেন।

Advertisement
আরবাজ খান ও সোহেল খান আরবাজ খান ও সোহেল খান
হাইলাইটস
  • হোটেল কোয়ারেন্টাইনে আরবাজ-সোহেল-নির্ভান।
  • কোবিধ বিধি না মানায় অভিযোগ দায়ের করে বিএমসি।
  • তিনজনেরই হবে আরটি পিসিআর পরীক্ষা।

বিপাকে সলমন খানের (Salman Khan) পরিবার। অভিযোগ সলমনের দুই ভাই, অভিনেতা- প্রযোজক আরবাজ খান (Arbaaz Khan),সোহেল খান (Sohail Khan) ও ভাইপো নির্বান খান (Nirban Khan) কোভিড বিধি মানেননি। ফলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বৃহমুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (Brihanmumbai Municipal Corporation / BMC)FIR-র পরে বিএমসি এবং মুম্বই পুলিশের তরফ থেকে তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তিনজনই বান্দ্রা পশ্চিমের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে রয়েছেন।

বিএমসির কর্মকর্তাদের তরফ থেকে জানানো হয়েছে যে, তিনজনকেই নিয়মবিধি অনুযায়ী কোয়ারেন্টাইনের সময়কাল শেষ করতে হবে। এরপরে তাঁদের আরটি পিসিআর পরীক্ষা করা হবে। কোয়ারান্টাইনের পিরিয়ড শেষ হওয়ার পর পরীক্ষাটি করা হবে যে তিনজনেরই কোনও রকম করোনা সংক্রমণের লক্ষণ আছে কিনা। বিএমসি আরও জানিয়েছে যে তাঁদের তিনজনকে হোটেলে থাকাকালীন নিজেদের জীবনধারণ এবং কোভিড পরীক্ষার খরচ বহন করতে হবে।  এরপরে বিএমসি সন্ধান শুরু করবেন তাঁদের নিকটে এসেছে এরকম কোনও ব্যক্তির কারা। কারণ তাঁরা দুজনেই সম্প্রতি সলমান খানের জন্মদিনের পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। সম্ভবত তাঁরা সেই সময়ে অনেক মানুষের সংস্পর্শে এসেছিলেন।

আরও পড়ুন: কলকাতায় কোভিডে আক্রান্ত ব্রিটিশ অভিনেত্রী! বেলেঘাটা হাসপাতালে চলল ৪ ঘন্টার নাটক

 বিএমসিকে মিথ্যা তথ্য 

শোনা গেছে, তাঁরা বিএমসিকে মিথ্যা তথ্য দিয়েছিলেন। বিএমসির নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে ফিরলে ৭ দিনের জন্য হোটেলে আইসোলেশনে থাকার কথা। সেই সব নিয়মের ধারে কাছেই যাননি বলে অভিযোগ তাঁদের বিরুদ্ধে। অভিযুক্তরা বলেছিলেন যে ২৫ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহি থেকে মুম্বইয়ে ফিরে এসে তাজ হোটেলে আইশোলেশনে থাকবেন। কিন্তু তা না করে তাঁরা বান্দ্রার বাড়িতে চলে যান। কোভিড পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয় এবং মুম্বই এমন একটি শহর যেখানে কোভিডের সর্বাধিক আক্রান্তদের খবর পাওয়া গেছে।

Advertisement

আরও পড়ুন: Happy Birthday Deepika Padukone: সিলভার স্ক্রিনের জন্যে ছেড়েছিলেন ব্যাডমিন্টন! ছিলেন জাতীয় স্তরের খেলোয়াড়

সলমান খান চুপ কেন?
মহারাষ্ট্র সরকার এবং বিএমসি এই পরিস্থিতিতে খুব সতর্ক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে এইবার কোভিড বিধি ভাঙার অভিযোগ উঠেছে। পরিস্থিতি খারাপের দিকে গেছে ঠিকই। তবে এর আগেও মাস্ক না পরার কারণে এই তারকারা সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন। এই পুরো বিষয়টি নিয়ে সলমান খানের নীরব রয়েছেন। তিনি এখনও কোনও প্রতিক্রিয়া জানান নি।

আরও পড়ুন: ফের NCB অফিসে রিয়া-শৌভিক, দেখুন সেই ভিডিও

মুম্বইয়ে কড়া নিয়ম

করোনার নতুন স্ট্রেনের জেরে মুম্বইতে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ কঠোর হয়েছে। বাণিজ্যনগরীতে করোনার দৈনিক সংক্রমণ এখন নিম্নমুখী থাকলেও, কোভিডের নতুন স্ট্রেনকে ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। সেইসঙ্গে বিদেশ থেকে আসা সকল যাত্রীদের জন্য একগুচ্ছ নিয়ম দেওয়া হয়েছে।  কিন্তু সেই সব নিয়ম মানেনি বলে অভিযোগ উঠেছে সলমন খানের ভাইদের বিরুদ্ধে। ইদানিং কোভিড নিয়ম না মানায় বেশ কয়েকজন তারকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে মুম্বইতে। করোনার নিয়ম না মানার জন্য কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছিলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না ও গায়ক গুরু রনধাওয়া। মুম্বই বিমানবন্দরের কাছে ড্রাগনফ্লাই নামে একটি ক্লাব থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছিল। যদিও পরে এই দুজনই জামিনে ছাড়া পান। সেই ক্লাব থেকে মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়।

Advertisement