Advertisement

Aryan-এর সঙ্গে দেখা করতে NCB অফিসে Shahrukh? ভাইরাল হচ্ছে ফেক ভিডিও

Aryan Khan Cruise Drug Case: বৃহস্পতিবার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে নেটমাধ্যমে একটি ভিডিয়ো ঘুরছে। যেখানে বলা হচ্ছে কিং খান, এনসিবি অফিসের বাইরে জড়িয়ে ধরেছেন ছেলে আরিয়ানকে। 

শাহরুখ খান ও আরিয়ান খান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 08 Oct 2021,
  • अपडेटेड 1:41 PM IST
  • আরিয়ান খানের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
  • নেটমাধ্যমে শাহরুখ -আরিয়ানের একটি ভিডিয়ো ঘুরছে।
  • সত্যি কি এনসিবি অফিসের বাইরে ছেলের সঙ্গে দেখা করলেন এসআরকে?

Aryan Khan Cruise Drug Case: বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের (Shahrukh khan's Son Aryan Khan) নাম জড়িয়েছে ড্রাগ কেসে। শনিবার থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে ছিলেন তিনি। বৃহস্পতিবার প্রমোদতরী মাদক মামলায় আরিয়ান-সহ ৮ জনকে আদালতে তোলা হয়েছিল।

এসআরকে (SRK) পুত্রের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে তাঁর রাত কেটেছে এনসিবি (NCB) অফিসে। কারণ আজ, অর্থাৎ শুক্রবার মামলার পরবর্তী শুনানি। এনসিবি অভিযুক্তদের ১১ অক্টোবর পর্যন্ত হেফাজতে চেয়েছিল। তবে আদালত তা নাকচ করেছে। এদিকে নেটমাধ্যমে একটি ভিডিয়ো ঘুরছে। যেখানে বলা হচ্ছে কিং খান, এনসিবি অফিসের বাইরে জড়িয়ে ধরেছেন ছেলে আরিয়ানকে। 


এনসিবি অফিসের বাইরে ছেলের সঙ্গে এসআরকে? 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি, একটি ছেলের সঙ্গে আলিঙ্গন করছেন। তাঁর চুলে পনি টেল করা, মুখে মাস্ক এবং কালো পোষাক পরা। ছেলেটি পরে আছে ডেনিম জ্যাকেট। এরকমই একটি আউটফিটে আরিয়ানকে দেখা গিয়েছিল এর আগে। ভিডিয়োটি দেখেই মনে হচ্ছে শাহরুখ ও আরিয়ান লেন্সবন্দী হয়েছেন। তবে আসল ঘটনাটি হল, এটি একটি ভুয়ো তথ্য।

 

ভিডিয়োতে উপস্থিত দু'জনের মধ্যে শাহরুখ বা আরিয়ান কেউই নেই।  বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন, পরিবারের সদস্যরা অভিযুক্তের সঙ্গে দেখা করতে পারে না। তাও আবার কোনও রকম নিরাপত্তারক্ষী ছাড়া, উন্মুক্ত এলাকায়। তাছাড়াও যখন আরিয়ানের আইনজীবী সতীশ মানশিণ্ডে আদালতের থেকে অনুমতি নেন, আরিয়ানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের দেখা করার। তবে সেখানে শুধুমাত্র শাহরুখের ম্যানেজার পূজা দাদলানির নাম দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, ২ অক্টোবরের পার্টির ঘটনার বিবরণ দিয়ে আরিয়ানের আইনজীবী সতীশ মানশিণ্ডে আদালতে তাঁর হয়ে জানান, "আমি ক্রুজ টার্মিনালে পৌঁছেলাম, যেখানে আরবাজও ছিল। আমি ওঁকে চিনতাম, তাই আমরা দু'জনে একসঙ্গে ক্রুজের দিকে রওনা হই। আমি ওখানে পৌঁছানোর পরই ও আমায় জিজ্ঞেশ করে, আমি কোনও মাদক এনেছি কিনা। আমি জানাই না। ওঁরা আমায় এবং আমার ব্যাগ অনুসন্ধান করেও কিছু পায়নি। এরপর তারা আমার ফোন নিয়ে আমাকে এনসিবি অফিসে নিয়ে যায়। আমায় রাত ১.৩০- ২ টো নাগাদ আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল।"

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement