শুক্রবার রাজ কুন্দ্রার (Raj Kundra) পুলিশি হেফাজত বাড়ে ২৭ জুলাই পর্যন্ত। এদিকে এদিনই শিল্পা শেঠির (Shilpa Shetty) জুহুর বাড়িতে হাজির হয় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Crime Branch)। রাজ কুন্দ্রাকে সঙ্গে নিয়েই সেখানে গিয়েছেন গোয়েন্দারা। যেহেতু শিল্পাও ভিয়ান কোম্পানির (Viaan Company) একজন ডিরেক্টর ছিলেন, তাই রাজের সামনেই তাঁকে জিজ্ঞাসাবাদ ও জেরা করা হবে বলে খবর ছিল। শোনা যাচ্ছে, অভিনেত্রীর সম্মতিতে ইতিমধ্যে তাঁর বয়ান রেকর্ড করা শুরু করেছে ক্রাইম ব্রাঞ্চ।
পুলিশ সূত্রের খবর, পর্ন ছবি বানানোর র্যাকেটে (Porn Film Racket) স্বামী রাজ কুদ্রার সঙ্গে শিল্পাও জড়িত আছে কিনা ক্ষতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে ঠিক কতদিন ধরে ভিয়ান কোম্পানির ডিরেক্টর আসনে রয়েছেন শিল্পা, সে বিষয়ও তাঁকে জিজ্ঞেসাবাদ করা হবে। অভিযোগ উঠেছে এই অফিস থেকেই পর্ন র্যাকেট পরিচালনা হত। ২০২০ সালেই ভিয়ানের ডিরেক্টর পদ থেকে অবসর নেন শিল্পা। তবে এর পিছনে কোন কারণ লুকিয়ে রয়েছে, তাও জিজ্ঞাসাবাদ করা হবে অভিনেত্রীকে।
আরও পড়ুন: পর্নোগ্রাফি এবং ইরোটিকার মধ্যে পার্থক্য কোথায়? চর্চা তুঙ্গে
সম্প্রতি ভিয়ানের পশ্চিম আন্ধেরির অফিসে হানা দিয়ে 'বিপুল সংখ্যক ডেটা' পেয়েছে মুম্বই পুলিশ। ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যে ২০ টেরাবাইট (টিবি) এবং সাতটি সার্ভার বাজেয়াপ্ত করেছে। যার মধ্যে প্রায় ১ টিবি পর্ন ছবি নষ্ট করে দেওয়া হয়েছে। সেগুলি ফিরে পেতে সময় লাগবে। সেই সমস্ত ডেটা পুনরুদ্ধারের জন্যে ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গত ১৯ জুলাই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করার পর, এই ডেটাগুলি কে নষ্ট করলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: হায়দ্রাবাদে যিশুর সঙ্গে আলিয়া! শরীরচর্চার ফাঁকে চলল ফটো সেশন
এদিকে রাজ কুদ্রার গ্রেফতারিতে 'হাঙ্গামা ২' -র উক্তি আটকাবে না, তা আগেই শিল্পাকে আশ্বাস দিয়েছিলেন ছবির প্রযোজক রত্ন জৈন। এমনকি তিনি দাবী করেছিলেন এই ঘটনা তাঁর ছবিতে কোনও প্রভাব ফেলবে না। কথা মতোই শুক্রবার হটস্টারে মুক্তি পেয়েছে এই ছবি। আর তারপরই ট্যুইট করে শিল্পা শেঠি সকলকে আবেদন জানান ছবিটি পরিবারের সঙ্গে দেখার জন্য।
পর্ন ছবি (Porn Films) বানানোর অভিযোগে গত ১৯ জুলাই, সোমবার রাতে গ্রেফতার করা হয় শিল্পা শেঠির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে । এরপর একে একে ফাঁস হতে থাকে নানা তথ্য। পুনম পাণ্ডে, সাগরিকা সোনা সুমন, শার্লিন চোপড়া সহ একাধিক অভিনেত্রী - মডেল মুখ খোলেন রাজ কুন্দ্রার বিরুদ্ধে। এমনকী সামনে আসে চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে কীভাবে উঠতি মডেল এবং অভিনেত্রীদের কাজ করানো হত এবং পরে সেই চুক্তিপত্রের জালেই ফাঁসানো হত তাঁদের।
আরও পড়ুন: মেঘলা দিনে একলা ঘরে কার জন্যে মন খারাপ শ্রীলেখার? দেখুন ভিডিয়ো
রাজ কুন্দ্রা ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী পুনম পাণ্ডে (Poonam Pandey)। তিনি বললেন, রাজের সঙ্গে কাজ করাই ছিল তাঁর জীবনের সবথেকে কলঙ্কময় অধ্যায়। তাঁকে ব্ল্যাকমেল করার পাশাপাশি, পুণমের ফোন নম্বর ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিল বলে অভিযোগ তুলেছেন অভিনেত্রী। আপত্তিকর ছবিতে না জানিয়ে তাঁকে ব্যবহার করার অভিযোগে ২০১৯ সালে রাজ কুন্দ্রার বিরুদ্ধে বম্বে হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী পুনম পাণ্ডে।