Advertisement

মনোরঞ্জন

আক্রমণ করে চুরি হয়েছে লেডি গাগার পোষ্য! খুঁজে দিলেই মিলবে প্রায় ৩ কোটি টাকা পুরষ্কার

Aajtak Bangla
Aajtak Bangla
  • 26 Feb 2021,
  • Updated 6:15 PM IST
  • 1/6

হলিউড গায়িকা ও অভিনেত্রী লেডি গাগার বাড়ির বাইরে আক্রমণ হয়েছে। গায়িকার লস এঞ্জেলসের বাড়িতে এক ব্যক্তি তাঁর রায়ান ফিশার পোষ্য কুকুরটিকে গুলি করেন এবং তাঁর আরও দুই ফ্রান্সের পোষ্য বুলডগ চুরি করেন। সেই মুহূর্তে রায়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সে স্থিতিশীল আছে।
 

  • 2/6

লস এঞ্জেলসের পুলিশ বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে এক ব্যক্তি তিনটে পোষ্যকে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু একটি কুকুর সেখান থেকে বেঁচে যায়। রিপোর্ট অনুযায়ী মনে করা হচ্ছে অভিযুক্ত ব্যক্তি একটি সেমি- অটোমেটিক বন্দুক ব্যবহার করেছিলেন।
 

  • 3/6

লেডি গাগার মুখপাত্র জানান, তাঁর দুই পোষ্য কুকুর কোজি ও গুস্তব নিখোঁজ। গাগা তাঁর নিখোঁজ পোষ্যদের খুঁজে দেওয়ার জন্যে ৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
 

  • 4/6

গাগার বাড়িতে গুস্তব কিছুদিন আগেই এসেছিল। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায়ই ছবি শেয়ার করতেন। এমনকি একটি ই-মেইল আইডি তৈরি করেছেন গায়িকা। যদি কোনও ব্যাক্তি তাঁর সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে চান, তাহলে KojiandGustav@gmail.com-এই আইডি-তে ইমেল করতে পারেন।
 

  • 5/6

এই মুহূর্তে পরবর্তী ছবির কাজের জন্যে রোমে রয়েছেন লেডি গাগা। 'এ স্টার ইজ বর্ন' ছবিতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করেছেন গাগা। ব্র্যাডলি কুপারের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। 

  • 6/6

শুরু তাই নয় 'শ্যালো' গানটির জন্যে লেডি গাগা অস্কার পুরষ্কার পর্যন্ত পেয়েছেন। এছাড়াও সেরা অভিনেত্রী হিসাবেও তিনি মনোনীত হয়েছিলেন। 

( সমস্ত ছবি: AP)
 

Advertisement
Advertisement