Advertisement

মনোরঞ্জন

Avneet Kaur: লাইক দিয়েছিলেন কোহলি, জিম আউটফিটে পারদ চড়াচ্ছেন অবনীত, PHOTOS

Aajtak Bangla
Aajtak Bangla
  • মুম্বই,
  • 15 Oct 2025,
  • Updated 6:01 PM IST
  • 1/11

অবনীত বি-টাউনের খুবই পরিচিত মুখ। ২৩ বছরের অবনীত কৌরের জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে। 
 

  • 2/11

ইতিমধ্যেই সিনেমা ও সিরিজে ডেবিউ করে ফেলেছেন তিনি। 
 

  • 3/11

তরুণী এই মডেল-অভিনেত্রী বিরাট কোহলির লাইকের জেরেই এখন নেটিজেনদের হট ফেভারিট।
 

  • 4/11

সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই তাঁর একাধিক বোল্ড ছবি দেখা যায়।
 

  • 5/11

সম্প্রতি জিম আউটফিটে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ালেন অবনীত। 
 

  • 6/11

নিজেকে ভীষণভাবে ফিট রাখতে ভালোবাসেন তিনি। আর জিমে শরীরচর্চা অবনীতের প্যাশন। 
 

  • 7/11

কালো রঙের জাম্পস্যুটে অবনীত উষ্ণতা বাড়িয়েছেন নেটপাড়ায়। 
 

  • 8/11

ব্যাকলেস পিঠে তাঁর ট্যাটু ফ্লন্ট করছেন তিনি। 
 

  • 9/11

মিরর সেলফিতে অবনীতের মেদহীন শরীর থেকে আপনার চোখ সরবে না। 
 

  • 10/11

কোনও ছবিতে অবনীত তাঁর হাতের বাইসেপ দেখাচ্ছেন। 
 

  • 11/11

সব মিলিয়ে বি-টাউনে বোল্ডনেস অভিনেত্রীদের মধ্যে অন্যতম অবনীত। 
 

Advertisement
Advertisement