অবনীত বি-টাউনের খুবই পরিচিত মুখ। ২৩ বছরের অবনীত কৌরের জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে।
ইতিমধ্যেই সিনেমা ও সিরিজে ডেবিউ করে ফেলেছেন তিনি।
তরুণী এই মডেল-অভিনেত্রী বিরাট কোহলির লাইকের জেরেই এখন নেটিজেনদের হট ফেভারিট।
সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই তাঁর একাধিক বোল্ড ছবি দেখা যায়।
সম্প্রতি জিম আউটফিটে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ালেন অবনীত।
নিজেকে ভীষণভাবে ফিট রাখতে ভালোবাসেন তিনি। আর জিমে শরীরচর্চা অবনীতের প্যাশন।
কালো রঙের জাম্পস্যুটে অবনীত উষ্ণতা বাড়িয়েছেন নেটপাড়ায়।
ব্যাকলেস পিঠে তাঁর ট্যাটু ফ্লন্ট করছেন তিনি।
মিরর সেলফিতে অবনীতের মেদহীন শরীর থেকে আপনার চোখ সরবে না।
কোনও ছবিতে অবনীত তাঁর হাতের বাইসেপ দেখাচ্ছেন।
সব মিলিয়ে বি-টাউনে বোল্ডনেস অভিনেত্রীদের মধ্যে অন্যতম অবনীত।